![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 15: 'শমিতাকে মানুষ একজন বাঘিনী হিসেবে মনে রাখবে,' বোনের পাশে দাঁড়িয়ে মন্তব্য শিল্পার
Bigg Boss 15: ভিডিওটি পোস্ট করে লম্বা একটি নোট লেখেন শিল্পা। বোনের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি ভালবাসার হাত এগিয়ে দেন অভিনেত্রী।
![Bigg Boss 15: 'শমিতাকে মানুষ একজন বাঘিনী হিসেবে মনে রাখবে,' বোনের পাশে দাঁড়িয়ে মন্তব্য শিল্পার 'Shamita will be remembered as Tigress', says Shilpa Shetty supporting her sister in 'Bigg Boss 15' Bigg Boss 15: 'শমিতাকে মানুষ একজন বাঘিনী হিসেবে মনে রাখবে,' বোনের পাশে দাঁড়িয়ে মন্তব্য শিল্পার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/bc1eb2f9ec92cf70f14df0d04f616ca6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সোমবার অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) তাঁর বোন শমিতা শেট্টির (Shamita Shetty) উদ্দেশে এক মিষ্টি পোস্ট লিখলেন সোশ্যাল মিডিয়ায়। বোনের পক্ষ নিলেন সেই পোস্টে। শমিতাকে এমনিতে সকলেই 'বিগ বস' হাউসে (Bigg Boss) 'আবেগপ্রবণ' বা 'দাম্ভিক' বলে কটাক্ষ করে থাকেন। এবার তাই বোনের পাশে দাঁড়ালেন দিদি।
ইনস্টাগ্রামে 'বিগ বস'-এর বাড়িতে শমিতা তাঁর সফরের কথা শেয়ার করছেন নেহা ধুপিয়ার (Neha Dhupia) সঙ্গে, এমন একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন অভিনেত্রী।
ভিডিওটি পোস্ট করে লম্বা একটি নোট লেখেন শিল্পা। বোনের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি ভালবাসার হাত এগিয়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, 'এই পোস্টটা সেই সাহসী মানুষটার জন্য, একজন যোদ্ধা আমার বোনের জন্য।' তিনি লেখেন যে কীভাবে কিছু মানুষ তাঁর বোনকে ভুল বুঝছে সেটা দেখে কষ্ট হয়। 'শমিতার ব্যবহার দাম্ভিক মনে করে কারণ ওঁরা ভাবে যে শমিতা বিশেষ সুবিধা পায়।...তাঁদের মনে হয় যে ওঁ মাথা দিয়ে নয় হৃদয় থেকে ভাবে সবসয়ম। এসব একেবারেই মিথ্যা। আমি এগুলো একজন দিদি হিসেবে বলছি না, একজন "বিগ বস" দর্শক হিসেবেও বলছি।'
View this post on Instagram
দীর্ঘ পোস্টে শিল্পা এও লেখেন যে, 'শমিতাকে মানুষ একজন বাঘিনী হিসেবে মনে রাখবে, এমন একজন যে তাঁর সততা, মর্যাদা, বিশুদ্ধতা ও ক্লাস দিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)