Ranveer-Alia’s Upcoming Film: ফের পর্দায় রণবীর-আলিয়া জুটি, ২০২৩-এ আসছে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'
Ranveer-Alia’s Upcoming Film: ধর্ম প্রোডাকশনের মাথা কর্ণ জোহর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিং শিডিউল, মুক্তির তারিখ ঘোষণা করেন। শ্যুটিং সেটের বিভিন্ন মুহূর্তের কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেন কর্ণ।
![Ranveer-Alia’s Upcoming Film: ফের পর্দায় রণবীর-আলিয়া জুটি, ২০২৩-এ আসছে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' Karan Johar Announces Release Date Of Ranveer-Alia’s 'Rocky Aur Rani Ki Prem Kahani' Ranveer-Alia’s Upcoming Film: ফের পর্দায় রণবীর-আলিয়া জুটি, ২০২৩-এ আসছে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/831e9a8408a76b1e393a761d3af73161_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: 'অ্যায় দিল হ্যায় মুশকিল' (Ae Dil Hai Mushkil) ছবির পাঁচ বছর পর ফের একবার পরিচালকের আসনে কর্ণ জোহর (Karan Johar)। আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে (Ranveer Singh and Alia Bhatt) নিয়ে তৈরি হচ্ছে তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)।
'গালি বয়' ছবির পর ফের একসঙ্গে রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। সঙ্গে দেখা যাবে একাধিক প্রবীণ অভিনেতাকে। জয়া বচ্চন (Jaya Bachchan), ধর্মেন্দ্র (Dharmendra) ও শাবানা আজমিকে (Shabana Azmi) এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন কর্ণ জোহর। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি দর্শকদের মনোরঞ্জন করতে আসছে ছবিটি।
প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের (Dharma Productions) মাথা কর্ণ জোহর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিং শিডিউল ও মুক্তির তারিখ ঘোষণা করেন। ছবির শ্যুটিং সেটের বিভিন্ন মুহূর্তের কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেন কর্ণ। ক্যাপশনে লেখেন, '৭ বছর পর, এখানে এসে নিজের পরবর্তী ছবি "রকি অউর রানি কি প্রেম কাহানি"-র মুক্তির তারিখ ঘোষণা করতে বেশ আনন্দ হচ্ছে।'
View this post on Instagram
আপাতত ছবির শ্যুটিং চলছে দিল্লিতে। ছবির কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। পোশাকের দায়িত্বে মণীশ মলহোত্র। সেফ আলি খান ও অমৃতা সিংহের ছেলে ইব্রাহিম খান এই ছবির অন্যতম সহ পরিচালক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)