পর্দায় হিট জুটি হলেও, বাস্তবে শ্রীদেবী আমার ছোট বোন ছিল: কমল হাসান
![পর্দায় হিট জুটি হলেও, বাস্তবে শ্রীদেবী আমার ছোট বোন ছিল: কমল হাসান Shared a bond like that of siblings with Sridevi: Kamal Haasan পর্দায় হিট জুটি হলেও, বাস্তবে শ্রীদেবী আমার ছোট বোন ছিল: কমল হাসান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/01184417/SRIDEVI-KAMAL-HASAN.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: পর্দায় তাঁরা হয়ত অন্যতম সেরা রোম্যান্টিক জুড়ি। কিন্তু, বাস্তব জীবনে শ্রীদেবীর সঙ্গে তাঁর ভাই-বোনের মতোই সম্পর্ক ছিল। এমনটাই জানালেন কমল হাসান।
অতীতে একাধিক হিট ছবি দিয়েছে এই জুটি। তামিল থেকে শুরু করে হিন্দি—বিভিন্ন ভাষার চলচ্চিত্রে শ্রীদেবী-কমল হাসানকে দেখা গিয়েছিল। সেই তালিকায় রয়েছে-- ‘গুরু’, ‘বারুমাইন নিরম শিবপ্পু’, ‘ভাজবে মায়াম’ এবং ‘মুন্দরম পিরাই’। ১৯৮৩ সালে শেষোক্ত ছবির হিন্দি রিমেক ‘সদমা’-ও ভীষণ জনপ্রিয় হয়েছিল।
এদিন প্রয়াত অভিনেত্রীর স্মৃতি রোমন্থন করতে দক্ষিণী অভিনেতা বলেন, শ্রীদেবী আমার ছোট বোন। এ নিয়ে কোনও রাখঢাকের ব্যাপার নেই। কারণ, এখন এই সম্পর্ক খোলসা হওয়ায় ‘ব্যবসা’ মার খাওয়ার অবকাশ নেই।
কমল হাসান বলেন, সেই সময় সব যুগলদের কমল-শ্রীদেবী হিসেবে দেখা হত। যুগলরাও, নিজেদের আমার আর শ্রীদেবীর সঙ্গে তুলনা টানতেন। রূপোলি পর্দায় সকলেই আমাদের রোম্যান্স দেখে এসব মনে করতেন। তাই আমরাও, তাঁদের সামনে কোনওদিনও আসল সত্যটা তুলে ধরিনি। কারণ আমরা চাইনি, তাঁদের স্বপ্ন ভেঙে যাক।
কমল হাসান যোগ করেন, গোটা ইন্টাস্ট্রি তাঁদের (ভাই-বোনের) সম্পর্কের কথা জানত। তাঁরাই এই নিয়ে জনসমক্ষে মুখ না খোলার নির্দেশ দিয়েছিল। কারণ, সকলের কাছে তাঁরা সেরা যুগল ছিলেন। ফলে, নির্মাতাদের আশঙ্কা ছিল, এর ফলে দর্শকদের মনে এই জুটির গ্রহণযোগ্যতায় প্রভাব পড়ত। ব্যবসা মার খেত। অভিনেতার আফশোস, এখন আর এই নিয়ে চিন্তিত নই। কারণ, শ্রীদেবী সব বাঁধনের ঊর্ধ্বে চলে গিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)