(Source: ECI/ABP News/ABP Majha)
Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! তীব্র কটাক্ষের মুখে শরমিন সেহগল, মুখ খুললেন অভিনেত্রী
'Heeramandi: The Diamond Bazaar': 'হীরামাণ্ডি'র অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেখানে আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে হতাশ দর্শক। কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়াজুড়ে।
নয়াদিল্লি: নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar)। দর্শকের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিরিজ। প্রথম সপ্তাহে বিপুল পরিমাণ দর্শককে আকর্ষণ করেছে এই সিরিজ। নন-ইংলিশ কন্টেন্টে ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে পৌঁছেছে এই সিরিজ। তবে এতকিছুর মধ্যে অন্যতম চর্চিত মুখ হচ্ছে সিরিজের আলমজেব, ওরফে শরমিন সেহগল (Sharmin Segal)। সিরিজ মুক্তির পর থেকেই বিপুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। অভিনেত্রী সম্পর্কে ভনশালীর বোনঝি। দর্শকের দাবি, তাঁর অভিনয় 'অভিব্যক্তিহীন'! এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে 'আলমজেব' শরমিন সেহগল, এবার জবাব দিলেন অভিনেত্রী
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ক পডকাস্টে এই সমালোচনার উদ্দেশে জবাব দিলেন অভিনেত্রী শরমিন সেহগল। নিজের অভিজ্ঞতার কথাও শোনালেন। তিনি উল্লেখ করেন কী পরিমাণ চাপের মুখে পড়তে হয় তাঁকে, এবং নিজেকে ঠিক রাখতে কী করেন তিনি।
অভিনেত্রী বলেন, 'আমি যদি ওই সমস্ত চাপ নিজের ওপর নিতে শুরু করি... আমি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রবলভাবে সচেতন এবং আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছি। ফলে, আমি সেটাই করি যেটা আমার করতে ইচ্ছা করে এবং আমি চাইব সকলে যেন আলমজেবকে পছন্দ করে। কিন্তু, দিনের শেষে, এমন মানুষ থাকবেনই যাঁরা এই ধরনের কথা বলবেন।'
তিনি আরও বলেন, 'আমার ব্যক্তিগত জীবনে, আমার এটুকু নিরাপত্তা আছে যে আমি বাড়ি ফিরি আমার স্বামীর কাছে এবং কাজের ক্ষেত্রে যা যা করেছি তা সরিয়ে রাখি। আমি এমন মানুষ নই যে সারাক্ষণ ওই নিয়ে এত চাপ নিতে থাকব। হ্যাঁ, আমি নিজেকে প্রমাণ করতে চাই, কিন্তু আজ আমি সেই হিসেবে বাস্তববাদীও বটে।'
আরও পড়ুন: Tota Roy Choudhury: 'আইন ভাঙেন' টোটা? কেন? অক্ষয় তৃতীয়ায় পোস্ট করে সবটা জানালেন অভিনেতা
কটাক্ষের শিকার 'হীরামাণ্ডি'র আলমজেব, কমেন্ট সেকশন বন্ধ করলেন শরমিন
সঞ্জয় লীলা ভনশালীর 'লার্জার দ্যান লাইফ' প্রোডাকশনের কথা সকলেরই জানা। যে কোনও পিরিয়ড ড্রামা বা ঐতিহাসিক চরিত্র খুব নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন সঞ্জয় লীলা ভনশালী, এ কথা সকল সিনেপ্রেমীই বিশ্বাস করেন। তাঁর 'হীরামাণ্ডি'র অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেখানে আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে হতাশ দর্শক। কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়াজুড়ে। অনেকেরই দাবি, কেবলমাত্র তারকা পরিচালকের বোনঝি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি। ফের উঠেছে নেপটিজমের প্রসঙ্গও। একাধিক কুমন্তব্যে ভরেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিও। সম্প্রতি এই আবহে নিজের পোস্টের কমেন্ট বক্স বন্ধ করেন শরমিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।