Shilpa Shirodkar: এবার করোনার থাবা বলিউডে! আক্রান্ত হয়েই সবাইকে সতর্ক করলেন এই অভিনেত্রী
Shilpa Shirodkar News: সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন যে দেশে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে

কলকাতা: 'বিগ বস' বিজয়ী অভিনেত্রী শিল্পা শিরোদকরের (Shilpa Shirodkar) অনুরাগীদের জন্য খারাপ খবর। ফের ফিরল করোনা আতঙ্ক। আর শিল্পা শিরোদকর সেই করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। তার পোস্টে সেলিব্রিটিরা কমেন্ট করে তার দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। শিল্পার অনুরাগীরা যখনই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর পেয়েছেন, তারপর থেকেই তারা চিন্তিত হয়ে পড়েছেন। তারা কমেন্ট করে অভিনেত্রীর খোঁজখবর নিচ্ছেন। দেশে আবারও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। নতুন ভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছেন অনেকেই।
View this post on Instagram
শিল্পা শিরোদকরের পোস্ট ভাইরাল
শিল্পা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে লিখেছেন- ‘সুরক্ষিত থাকুন' এবং হার্ট ইমোজি পোস্ট করেছেন। তিনি একটি ভিডিও করে বলেছেন, 'হ্যালো বন্ধুরা, আমার কোভিড টেস্ট পজিটিভ এসেছে। আপনারা সুরক্ষিত থাকুন এবং মাস্ক পরুন।’ শিল্পার পোস্টে সোনাক্ষী সিনহাও কমেন্ট করেছেন। শিল্পার জন্য তিনি চিন্তিত।
কী লিখলেন সোনাক্ষী?
সোনাক্ষী সিনহা লিখেছেন, 'হে ভগবান!!! নিজের যত্ন নাও শিল্পা…দ্রুত সুস্থ হয়ে ওঠো।' চুম দারাং লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো.. সঙ্গে হার্ট ইমোজি পোস্ট করেছেন।' শিল্পার বোন নম্রতা লিখেছেন, 'গেট ওয়েল সুন। অনেক সেলিব্রিটি এবং অনুরাগীরা শিল্পার পোস্টে কমেন্ট করছেন।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন যে দেশে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। যদিও তারা স্পষ্ট করে বলেছেন যে, যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা আগের ভ্যারিয়েন্টগুলির তুলনায় বেশি সংক্রামক নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিবৃতি অনুযায়ী, ২৭ এপ্রিল থেকে ৩ মে-র মধ্যে ১৪,২০০ নতুন কেস রয়েছে। শিল্পা শিরোদকর 'বিগ বস ১৮'-এর অংশ ছিলেন। যেখানে চুম দারাং এবং কর্ণবীর মেহরা-র সঙ্গে তার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল। শো শেষ হওয়ার পরেও তিনজনে একসঙ্গে পার্টি করতে দেখা যায়।
১৯৮৯ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন শিল্পা। এরপরে তিনি ১৩ বছর অভিনয় থেকে দূরে ছিলেন। এরপরে তিনি আবার ২০১৩ সালে বড়পর্দায় একটি কাজ করেন। এরপরে তাঁকে দেখা যায় বিগ বস-এ।























