Sudhir Dalvi: আর্থিক সংকট, গুরুতর অসুস্থ পর্দার 'সাঁই বাবা'! সাহায্য করেও ট্রোলিংয়ের শিকার ঋদ্ধিমা কপূর
Sudhir Dalvi Hospitalised: একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সুধীর দলবীর চিকিৎসার খবর ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যেভাবে চিকিৎসা চলছে, তাতে আরও ৫ লাখ পর্যন্ত খরচ পৌঁছতে পারে

কলকাতা: ধারাবাহিকে 'সাঁই বাবা'-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনি অভিনেতা সুধীর দলবী (Sudhir Dalvi)। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি, তবে এখন খুব গুরুতর তাঁর পরিস্থিতি। জানা যাচ্ছে, অভিনেতার এখন বয়স হয়েছে ৮৬ বছর। অভিনেতা গত ৮ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর সেপসিস রোগের সঙ্গে তিনি লড়াই করছেন বলে জানা গিয়েছে। আর এত দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার কারণে, অভিনেতার পুঁজি প্রায় শেষ। সেই কারণে, সাহায্য় চেয়েছে অভিনেতার পরিবার।
একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সুধীর দলবীর চিকিৎসার খবর ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যেভাবে চিকিৎসা চলছে, তাতে আরও ৫ লাখ পর্যন্ত খরচ পৌঁছতে পারে। অভিনেতার পরিবারের পক্ষে এই অর্থ প্রচুর এবং বর্তমানে তাঁদের হাতে পুঁজি প্রায় শেষ। সেই কারণেই, অভিনেতার জন্য তাঁরা একটি মেডিক্যাল ফান্ড গঠন করেছেন। যাতে অনুরাগীরা প্রিয় অভিনেতার সাহায্যে এগিয়ে আসতে পারেন, সেই কারণেই এই ফান্ড গঠন করা হয়েছে। আর সেই ফান্ডে সাহায্য় করেও, ট্রোলিংয়ের স্বীকার হলেন ঋদ্ধিমা কপূর!
ঋষি কপূর কন্যা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি সুধীর দলবীকে সাহায্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় মেডিক্যাল ফান্ডে টাকা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে তিনি জানিয়েছেন, তিনি সুধীর দলবীকে সাহায্য করেছেন। সঙ্গে তিনি সুধীর দলবীর দ্রুত আরোগ্য ও কামনা করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় টাকা দেওয়ার খবরের কথা প্রকাশ করার পড়েই শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই বলেছেন, সাহায্য় করা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা জানানোর কি প্রয়োজন ছিল? ঋদ্ধিমা আদৌ সাহায্য় করতে চান নাকি স্রেফ প্রচার চান? সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, 'যদি সাহায্য করেছেন, তাহলে এখানে উল্লেখ করার কি দরকার ছিল? প্রচার চাই?' অনেকেই বলেছেন, ঋদ্ধিমা সাহায্য করতেই পারতেন, কিন্তু তাঁর সেই কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করার কোনও দরকারই ছিল না।
সুধীর দলবীকে শেষবার ২০০৬ সালে দেখা গিয়েছিল। তিনি ‘ও হুয়ে না হামারে’ ধারাবাহিকে ছিলেন। এছাড়াও, তাকে ২০০৩ সালে পর্দায় দেখা গিয়েছিল। তিনি ‘এক্সকিউজ মি’-তে অভিনয় করেছিলেন। তবে তাঁকে দর্শক চিরকালই মনে রাখবেন সাঁই বাবার চরিত্রে। সেই চরিত্রেই দর্শকদের মন কেড়েছিলেন তিনি। অনুরাগীরাও দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর।























