Disha Patani: দিশা পাটানির বাড়ির সামনে চলল গুলি, হুমকি এল, 'পরের বার কেউ বাঁচবে না'
Disha Patani News: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা

কলকাতা: একের পর এক বলিউড তারকাদের বাড়ির বাইরে গুলি, মুম্বই কি আদৌ নিরাপদ? সলমন খানের (Salman Khan) পরে এবার গুলি চলল দিশা পাটানি (Disha Patani)-র বরেলির বাড়ির সামনে! ঘটনার দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। বরেলির সিভিল লাইন্সে দিশা পাটানির একটি বাড়ি রয়েছে। শুক্রবার ভোর রাতে নাকি এই ঘটনা ঘটেছে। অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। সেই কারণেই তাঁর বাড়ির সামনে এই গুলি চালনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৪টে নাগাদ দিশা পাটানির বরেলির বাড়ির সামনে গুলি চলে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। তবে পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। বীরেন্দ্র চরণ ও মহেন্দ্র শরন বলে ২ জনের নাম এই ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। গোটা পোস্টটিই লেখা হয়েছে হিন্দিতে। সেখানে লেখা হয়েছে, সিনেমা ইন্ডাস্ট্রিকে সাবধান করে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। সেই বার্তায় লেখা হয়েছে, 'জয় শ্রী রাম.. আমার সমস্ত ভাইদের রাম রাম। আমি বীরেন্দ্র চরণ আর মহেন্দ্র শরণ (দেলানা) ভাইয়েরা আর খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণ করি। ভিলা নম্বর ৪০, সিভিল লাইন্স, বরেলি, ইউপি। আমরাই এই ঘটনা ঘটিয়েছি। উনি আমাদের সন্ন্যাসী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। আমাদের সনাতন ধর্মকে ছোট করে দেখাতে চেয়েছেন। ওঁর এই অপমান আমরা সহ্য করব না। তবে এটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। এরপরে এই বাড়ির কেউ যদি সনাতন ধর্মকে অপমান করার সাহস দেখান, তাহলে বাড়ির কেউ আর বাঁচবেন না।'
বার্তায় এ ও বলা হয়েছে, এই বার্তা শুধুমাত্র দিশা পাটানির জন্য নয়। গোটা বলিউডের জন্য, এমনকি বলিউডে যাঁরা দিশা পাটানির সঙ্গে কাজ করছেন তাঁদের জন্য ও। যাঁরা আগামী দিনে হিন্দু ধর্মকে ছোট দেখাতে চেষ্টা করবেন বা হিন্দু ধর্মকে অপমান করবেন, তাঁদের শিক্ষা দেওয়ার জন্য যে কোনও পর্যায় পর্যন্ত যাওয়া যেতে পারে। চিঠিতে এ ও জানানো হয়েছে যে ধর্মকে রক্ষা করাই তাঁদের একমাত্র এবং প্রথম কাজ। সেটা করার জন্য তাঁরা যে কোনও পর্যায়ে যেতে পারেন।






















