Shraddha Kapoor: দামি গাড়ি ছেড়ে অটো সফর শ্রদ্ধা কপূরের, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি টাইমল্যাপ্স ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। রাতের মুম্বইয়ের ছবি তুলে ধরেছেন তিনি ভিডিওয়। নিজেই ক্যামেরাবন্দি করেছেন সেই ছবি।
![Shraddha Kapoor: দামি গাড়ি ছেড়ে অটো সফর শ্রদ্ধা কপূরের, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায় Shraddha Kapoor spotted having auto tour instead of her expensive car posts video on social media Shraddha Kapoor: দামি গাড়ি ছেড়ে অটো সফর শ্রদ্ধা কপূরের, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/25/5ae717c630db8fdec177ed97c93c7f13_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দামি গাড়িতে নয়, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরকে দেখা গেল অটোয়। শুক্রবার বিকেলে মুম্বইয়ের রাস্তায় অটোয় চড়ে শহরের সৌন্দর্য্য উপভোগ করতে দেখা গেল অভিনেত্রীকে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি টাইমল্যাপ্স ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। রাতের মুম্বইয়ের ছবি তুলে ধরেছেন তিনি ভিডিওয়। নিজেই ক্যামেরাবন্দি করেছেন সেই ছবি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে 'বিউটিফুল সিটি' গানটি অন্য মাত্রা এনেছে। ক্যাপশনে একটি অটোর ইমোজি দিয়ে পোস্ট করেছেন ভিডিওটি।
View this post on Instagram
ছোট্ট ভিডিওটি বেশ নজর কেড়েছে অনুরাগীদের। অভিনেত্রীর সারল্যে মুগ্ধ নেটিজেনরা।
এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'ম্যাম, আপনার সরলতা খুব পছন্দের।' অপর একজন লিখেছেন, 'যদি আমিও একই অটোয় থাকতে পারতাম।'
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম কোনও তারকাকে অটো রাইড করতে দেখা গেল এমনটা নয়। কয়েক সপ্তাহ আগেই, আলিয়া ভট্টও নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে অটোয় চড়েই পৌঁছেছিলেন শ্যুটিংয়ে।
এর আগে দিশা পটানি, সলমান খান, সঞ্জয় দত্ত প্রমুখদেরও বিভিন্ন সময়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে দেখা গেছে।
শ্রদ্ধা কপূরকে এরপর 'চালবাজ় ইন লন্ডন' ছবিতে দেখা যাবে। এটি ১৯৮৯ সালের রমকম ছবি 'চালবাজ়' থেকে অনুপ্রাণিত। সেই ছবিতে অভিনয় করেছিলেন কিংবদন্তী শ্রীদেবী।
এছাড়া সূত্রের খবর অনুযায়ী, জনপ্রিয় ধারাবাহিক 'নাগিন'-এর উপর ভিত্তি করে তৈরি তিনটি ছবির ফ্র্যাঞ্চাইজিও সই করেছেন শ্রদ্ধা কপূর। প্রযোজনার দায়িত্বে থাকবেন নিখিল দ্বিবেদী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)