এক্সপ্লোর
Advertisement
ফারহানের সঙ্গে তাঁর সম্পর্কে অখুশি পরিচালক-অভিনেতার মা, খবর হেসে ওড়ালেন শ্রদ্ধা
মুম্বই: বেশ কয়েকদিন ধরেই বলিউডে ফারহান আখতার-শ্রদ্ধা কপূরের সম্পর্ক নিয়ে না না কথা শোনা যাচ্ছে। কখনও শোনা গিয়েছে মেয়েকে জোর করে ফারহানের বাড়ি থেকে বের করে এনেছেন শ্রদ্ধার বাবা শক্তি কপূর। এবার শোনা গেল ফারহানের মা তাঁর এবং পরিচালক-অভিনেতার এই সম্পর্কে অখুশি। এখবর কার্যত হেসে ওড়ালেন শ্রদ্ধা।
প্রসঙ্গত, ৪৩ বছর বয়সি এই অভিনেতার সঙ্গে বারংবারই নাম জড়িয়েছে শ্রদ্ধার। এর আগে বাবা শক্তি কপূর তাঁকে ফারহানের বাড়ি থেকে বের করে এনেছেন, সেবিষয়ে প্রকাশ্যেই সাফাই দেন অভিনেত্রী। কিন্তু তারপরও জল্পনা না থামায়, এবার হয়তো একটু বিরক্তই হয়েছেন শ্রদ্ধা। তাই হেসে নিজের রাগকে চাপার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের সম্পর্ক নিয়ে ফারহানের মায়ের রেগে যাওয়া একেবারেই ভিত্তিহীন খবর। সোশ্যাল মিডিয়ায়ে নায়িকার একলাইনেই বেরিয়ে এসেছে সেই ক্ষোভ।
ঘটনাচক্রে জাভেদ আখতারের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন না শ্রদ্ধা। এরপরই একটি বিখ্যাত ওয়েবসাইটে দাবি করা হয়, শ্রদ্ধার অনুপস্থিতির কারণ ফারহানের মা হনি আখতার। হনি শ্রদ্ধাকে পছন্দ করেন না, তাই অভিনেত্রী অনুষ্ঠানে আসেননি। এরপরই বিরক্ত শ্রদ্ধা পাল্টা টুইট করেন।HAHAHA! What a load of BS! Nowadays anybody writes anything!!! #JoblessPeoplehttps://t.co/SCfzMj2RhY
— Shraddha Kapoor (@ShraddhaKapoor) January 19, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement