Shreyas Talpade: 'মেকি কথা বলার থেকে তো ভাল...', বলিউডের পার্টি প্রসঙ্গে মন্তব্য শ্রেয়স তলপড়ের
Shreyas Talpade on Bollywood Parties: 'এমার্জেন্সি' ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। এক সাক্ষাৎকারে সম্প্রতি তাঁকে বলতে শোনা গেল, কেন তিনি বলিউডের পার্টি এড়িয়ে চলেন। কী বললেন অভিনেতা?
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউত (Kangana Ranaut) পরিচালিত, প্রযোজিত ও অভিনীত 'এমার্জেন্সি' (Emergency)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। দেশের এক বিশেষ রাজনৈতিক অধ্যায়ের প্রেক্ষিতে তৈরি এই ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। এক সাক্ষাৎকারে সম্প্রতি তাঁকে বলতে শোনা গেল, কেন তিনি বলিউডের পার্টি (Bollywood Parties) এড়িয়ে চলেন। কী বললেন অভিনেতা?
বলিউডের একাধিক পার্টি প্রসঙ্গে কী মন্তব্য শ্রেয়স তলপড়ের?
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড পার্টিতে যাওয়া নিয়ে শ্রেয়স তলপড়ে বলেন, 'ওখানে গিয়ে কী কথা বলব? কখনও কখনও এটাও ভাল যে, মেকি কথা বলার থেকে ভাল কথাই না বলা। আমি পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাতে ভালবাসি। এমন নয় যে পার্টিতে উপস্থিত থাকার পরেই আমি কাজ পাব। পার্টিতে খুব বেশি হলে ফালতু কথা বলতে ডাকবে হয়তো।'
ওই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কঙ্গনাও। তাঁর পাল্টা জবাব, 'এমন কোনও ব্যাপার নেই। যে কাজটা চাও পাবে না, কিন্তু ফালতু কাজ পাবে।' এদিন 'ইকবাল' অভিনেতা স্পষ্ট করে বলে দেন যে তাঁর একমাত্র লক্ষ্য কাজ করা এবং ভাল কাজ করা এবং তিনি সবসময়েই চেষ্টা করেন যেন তাঁর জন্য অন্য কারও কাজ নষ্ট না হয়।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে শ্রেয়স তলপড়ে মৃত। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই পোস্ট। যদিও সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে শ্রেয়স নিজেই জানান যে তিনি জীবন্ত, আনন্দিত ও স্বাস্থ্যবান রয়েছেন। (Bollywood News)
মৃত্যু গুঞ্জনের প্রতি হতাশা প্রকাশ করে অভিনেতা লিখেছিলেন, 'প্রিয়, আমি নিশ্চিত করতে চাই সকলের কাছে যে আমি জীবিত, আনন্দিত ও স্বাস্থ্যবান আছি। আমি মৃত এই দাবি করে যে ভাইরাল পোস্ট হয়েছে সেই ব্যাপারে আমি অবগত।' তিনি আরও বলেন, 'যদিও আমি বুঝি যে হাস্যরসের নিজস্ব জায়গা আছে, কিন্তু যখন এটির অপব্যবহার করা হয়, তা কারও প্রকৃত ক্ষতির কারণ হতে পারে। কারও মজা হিসেবে যেটা শুরু হয়েছিল, সেটা এখন অযাচিত সমস্যা তৈরি করছে এবং আমাকে নিয়ে যাঁরা চিন্তা করেন বিশেষত আমার পরিবারের আবেগ নিয়ে খেলছে।' ২০২৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স। অভিনেতা পোস্টে উল্লেখ করেন যে তাঁর মৃত্যুর এই ভুয়ো খবর তাঁর মেয়ের ওপর খারাপ প্রভাব ফেলছে। তিনি পোস্টে লেখেন, 'আমার ছোট্ট মেয়ে, যে রোজ স্কুল যায়, সে আমার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং বারবার আমাকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে চাইছে যে আমি সুস্থ কি না। এই মিথ্যা খবর কেবলমাত্র ওর ভয়কে আরও গভীরে পৌঁছে দিয়েছে, যা ওকে ওর বন্ধুবান্ধব ও শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্নের জবাবের মুখোমুখি হতে বাধ্য করছে, যা এমন আবেগ জাগিয়ে তুলছে যেগুলো পরিবার হিসেবে আমরা সামাল দেওয়ার চেষ্টায় আছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।