এক্সপ্লোর
Advertisement
খুনের হুমকি, উত্ত্যক্তকারী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ অভিনেত্রী শ্রুতি হাসানের
মুম্বই: ফের আবার উত্ত্যক্তকারীর হুমকির নিশানায় অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। এবার কর্ণাটকের এক বাসিন্দা পেশায় চিকিৎসকের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ দায়ের করলেন শ্রুতি। শুধু উত্ত্যক্তই নয়, ওই ব্যক্তির বিরুদ্ধে শ্রুতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম কেজি গুরুপ্রসাদ।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে শ্রুতি জানিয়েছেন, ওই চিকিৎসক তাঁকে গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মানহানিকর ও কুরুচিপূর্ণ ম্যাসেজ টুইটারে পাঠিয়ে চলেছেন। এরপর হঠাৎই একদিন ওই চিকিৎসক শ্রুতিকে খুনেরও হুমকি দেন বলে জানা গিয়েছে। অভিনেত্রীকে ওই চিকিৎসক হুমকি দিয়ে বলেছেন, সামনে পেলে শ্রুতিকে খুন করে ফেলবেন তিনি। ঘটনার গুরুত্ব বুঝে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন অভিনেত্রী।
পুলিশ সূত্রে খবর, চেন্নাইয়ে শ্রুতি সাইবার অপরাধ দমন শাখায় একটি দুপাতার অভিযোগপত্র জমা দিয়েছেন। জানা গিয়েছে অভিযুক্ত ওই চিকিৎসক হাসান ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কর্মরত। এরআগে গত ২০১৩ সালে একবার এক উত্ত্যক্তকারী জোর করে শ্রুতির মুম্বইয়ের ফ্ল্যাটে ঢুকতে চেয়েছিল। সেসময় শ্রুতির উপস্থিত বুদ্ধি তাঁকে সেযাত্রায় বাঁচিয়ে দিয়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement