Shubhanshu Shukla: মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু, সঙ্গী হল শাহরুখের সিনেমার গান!
Shah Rukh Khan: যাত্রাপথে প্রয়োজনীয় জিনিস ছা়ড়াও শুভাংশুর প্লে-লিস্টে রয়েছে একটি গান— শাহরুখ খানের 'স্বদেশ' ছবির ‘ইউঁ হি চলা চল রাহি...!

কলকাতা: রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা। ৪১ বছর পর মহাকাশে পাড়ি দিলেন আরেক ভারতীয় মহাকাশচারী। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। যত বেশি সম্ভব জানালা দিয়ে বাইরে তাকাও, বার্তা রাকেশ শর্মার। নিজের কাঁধে ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করছেন শুভাংশু, এক্স হ্যান্ডলে লিখলেন প্রধানমন্ত্রী।
বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১। নির্ধারিত সূচি মেনে শুভাংশু শুক্লা-সহ ৪ নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিল স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন ক্রাফ্ট’। ফের ইতিহাস তৈরি করল ভারত। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল বলছেন, 'এটি কেবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আমার যাত্রার শুরু নয়, এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচিরও সূচনা। আমি চাই, আপনারা সকলে এই যাত্রার অংশ হোন। আপনাদের বুকও গর্বে ফুলে উঠুক... একসঙ্গে। আসুন, ভারতের মানব মহাকাশ কর্মসূচি শুরু করি। ধন্যবাদ। জয় হিন্দ! জয় ভারত!'
১৪ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে চার নভশ্চরকে। যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনও রোগে অসুস্থ না পড়েন, সে জন্য গত এক মাস ধরে চার জনকেই থাকতে হয় নিভৃতবাসে। বিধিনিষেধ ছিল খাবারদাবারে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার বাবা, শম্ভু দয়াল শুক্লা বলছেন, '২০১৯ সালে গগনযান অভিযানের জন্য যবে থেকে শুভাংশুকে বেছে নেওয়া হয়েছে, তবে থেকে ও ঘরের খাবার খায়নি। কখনও খেলে আধখানা রুটি বা আধবাটি ডাল। ওর ক্যান্টিন আলাদা, খাবার আলাদা। '
১৯৮৪ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে সয়ূজ মিশনে মহাকাশ অভিযানে অংশ নেয় ভারত। সে সময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন, মহাশূন্য থেকে ভারতকে কেমন দেখতে লাগে? প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে রাকেশ শর্মা মহাকাশ থেকে বলেছিলেন, ‘‘সারে জহাঁ সে আচ্ছা’’, অর্থাৎ, ‘সারা পৃথিবীর মধ্য়ে সবচেয়ে সুন্দর’। অনেকের মতো, সেই কাহিনি পড়ে বড় হয়েছেন শুভাংশুও।
শুভাংশু শুক্ল বলছেন, 'প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশে গেছিলেন। তাঁর সম্পর্কে বইতে পড়ে বড় হয়েছি এবং মহাকাশ নিয়ে তাঁর নানা কীর্তিকলাপ শুনেছি। সেটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে।' শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, 'শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন। তিনি নিজের কাঁধে ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করছেন।' সূত্রের খবর, যাত্রাপথে প্রয়োজনীয় জিনিস ছা়ড়াও শুভাংশুর প্লে-লিস্টে রয়েছে একটি গান— শাহরুখ খানের 'স্বদেশ' ছবির ‘ইউঁ হি চলা চল রাহি...!
আপাতত মহাকাশের পথে চলেছেন শুভাংশু!






















