(Source: ECI/ABP News/ABP Majha)
Sidharth-Kiara: কর্ণ জোহরের আগামী তিনটি ছবিতে জুটি বাঁধছেন সিড-কিয়ারা?
এবার কর্ণ জোহরের ছবিতে দেখা যাবে সিড-কিয়ারাকে?
মুম্বই: গত একসপ্তাহ ধরে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খবরে মাতোয়ারা ছিল টিনসেল টাউন। নতুন এই দম্পতি কোথায় যাচ্ছেন, কী করছেন সবকিছুই এইমুহূর্তে খবরের শিরোনামে। এবার প্রকাশ্য়ে এল নয়া গুঞ্জন। শোনা যাচ্ছে, কর্ণ জোহরের আগামী ৩টি ছবিতে জুটি বাঁধছেন সিড-কিয়ারা। ইতিমধ্য়েই নাকি চুক্তিও সই করে ফেলেছেন এই তারকা দম্পতি।
যদি, সিড-কিয়ারার তরফে বা প্রযোজনা সংস্থা তরফে এখনই খোলসা করে কিছু জানানো হয়নি। তবে গুজব বলছে, কর্ণ জোহরের মিউজিক্যাল রমকম ছবিতে দেখা যেতে পারে 'শেরশাহ' যুগলকে।
প্রসঙ্গত, পাঠকরা অবগত থাকবেন যে কর্ণ জোহর এই দম্পতির জন্য এক অন্য়তম পরামর্শদাতা। কারণ সিড-কিয়ারা তাঁদের কেরিয়ারের প্রথম থেকেই কর্ণর সঙ্গে কাজ করে চলেছেন। কিয়ারা কর্ণ জোহরের চলচ্চিত্র লাস্ট স্টোরিজ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। অন্য়দিকে সিদ্ধার্থ মালহোত্রা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। মজার বিষয় হল, Jugjugg Jeeyo-এর প্রচারের সময়, করণ কিয়ারাকে তাঁর প্রযোজনা সংস্থার 'ভাগ্যবান মাসকট' হিসাবেও উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন... Ayushi Talukder: 'প্রিয় মানুষের ছবি একবার মনে গেঁথে গেলে...' ভালবাসার দিনে কার জন্য় এই পোস্ট আয়ুশীর?
সূত্রের খবর অনুযায়ী, ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'যোধা'তে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করবেন। এটি একটি অ্যাকশন ও বিনোদনমূলক ছবি। যেখানে দিশা পাটানি ও রাশি খান্নাও অভিনয় করেছেন। কিয়ারা সম্পর্কে কথা বললে, অভিনেত্রীকে শীঘ্রই বহুভাষিক রাম চরণ অভিনীত RC15-এ দেখা যাবে। এছাড়াও, কিয়ারার হাতে কার্তিক আরিয়ান অভিনীত রোমান্টিক ছবি 'সত্যপ্রেম কি কথা' রয়েছে। যা নিয়ে ইতিমধ্য়েই জোরকদমে চর্চা শুরু হয়েছে বলিউডে।
এখন পর্যন্ত, শেরশাহ নামে একটি মাত্র চলচ্চিত্র একসাথে করেছেন, যেটি বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। তাঁদের বিয়ের সময়েও কিয়ারা চেয়েছিলেন মণ্ডপে যখন তিনি সিদ্ধার্থের দিকে এগিয়ে আসবেন তখন আবহে যেন তাঁদের 'রাঞ্ঝা' গানটি বাজে। কিন্তু সেটা যে দুঃখের গান। বাধা দিয়েছিলেন বিশাল নিজেই। 'কিন্তু ওটা আমাদের গান', নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কিয়ারা। ফলে পরিস্থিতির কথায় মাথায় রেখে আসল গানের লিরিক্স বদলে নতুন করে লেখা হয়। বিয়ের সময়ে 'রাঞ্ঝা'র নতুন সংস্করণই বাজানো হয় আবহে।
আপতত সিড কিয়ারার আগামী ছবিগুলির তাকিয়ে তাঁদের ভক্তরা।