পাঁচকুলায় অশান্তির সুযোগে নিজের ছবি হিট করানোর ফন্দি! টুইটারে ধিক্কার আ জেন্টলম্যান ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রাকে
To all the people of Haryana , please stay safe. Hope you can see our film soon #Agentleman #PeaceAndLove
— Sidharth Malhotra (@S1dharthM) August 25, 2017
সঙ্গে সঙ্গে টুইটারে ঝড়। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ- সকলে ধিক্কার জানান সিদ্ধার্থের এই অশান্তির আঁচে নিজের রুটি সেঁকে নেওয়ার ফন্দিকে।
ওমর আবদুল্লা লেখেন
I thought a couple of my tweets may have been a bit thoughtless when protestors started dying but this takes the bloody cake. https://t.co/DqW5nFT1Hv
— Omar Abdullah (@OmarAbdullah) August 25, 2017
দেখুন অন্য টুইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
There Are People Dying And All You Care About Is Your Movie?Are You Really That Stupid Or Just Acting?#RamRahimSinghhttps://t.co/PngYo4xn9u
— Sir Ravindra Jadeja (@SirJadejaaaa) August 25, 2017
After this shameless tweet people should bycott his film
— Sadak ka Gunda ???? (@Raggi03) August 25, 2017
Sidharth malhotra I think it's Alia effect ????????????#RamRahimVerdict #RamRahimSingh #AGentleman #SidharthMalhotra
— BhUmiKa cHoUhaN (@bhumika_chouhan) August 25, 2017
What an idiot , sheer nonsense of #SidharthMalhotra #BoycottAGentleman https://t.co/NJ8DLNgTyy
— Deepak Kumar Das (@deepak_Das01) August 25, 2017
হিটের জন্য মরিয়া সিদ্ধার্থ পরে অবশ্য সম্বিত ফিরে পান। তিনি ফের টুইট করেন, রায় বার হওয়ার আগে প্রথম টুইটটি করেন তিনি। পঞ্জাব ও হরিয়ানায় যে পরিস্থিতি চলছে তাতে তিনি প্রকৃতই দুঃখিত।
To people who are commenting on my morning tweets,they were made before the verdict ! Thoughts n prayers
— Sidharth Malhotra (@S1dharthM) August 25, 2017
Its really sad to see the situation worsen since morning and see people in Punjab and Haryana https://t.co/u8TeWwEaW0 and prayers.
— Sidharth Malhotra (@S1dharthM) August 25, 2017
পাঁচকুলার সিবিআই আদালতে ডেরা প্রধান ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর অশান্তির জেরে অন্তত ২৮ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ২০০-র বেশি। ডেরা সমর্থকরা আদালত চত্বরে মারাত্মক অশান্তি চালিয়েছে, ভাঙচুর করেছে গাড়ি, বাস, পুলিশকে মেরেছে, সংবাদ মাধ্যমের গাড়ি, সাংবাদিকরাও বাদ যাননি। প্রচুর সরকারি ও সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করেছে তারা।