![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sidharth-Kiara: 'তুমি মন জয় করে নিয়েছ', স্ত্রীয়ের অভিনয়ে আপ্লুত সিদ্ধার্থ, 'সত্যপ্রেম কি কথা' দেখে পোস্টে শুভেচ্ছা
SatyaPrem Ki Katha: ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন সিদ্ধার্থ। সিনেমা থেকে কিয়ারার একটি স্টিল ছবি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, 'প্রাসঙ্গিক সামাজিক বার্তা সমেত একটি প্রেম কাহিনি এই ছবি।'
![Sidharth-Kiara: 'তুমি মন জয় করে নিয়েছ', স্ত্রীয়ের অভিনয়ে আপ্লুত সিদ্ধার্থ, 'সত্যপ্রেম কি কথা' দেখে পোস্টে শুভেচ্ছা Sidharth Malhotra Showers Love On Wife Kiara Advani's Performance In 'Satyaprem Ki Katha': 'You Have My Heart' Sidharth-Kiara: 'তুমি মন জয় করে নিয়েছ', স্ত্রীয়ের অভিনয়ে আপ্লুত সিদ্ধার্থ, 'সত্যপ্রেম কি কথা' দেখে পোস্টে শুভেচ্ছা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/30/a13a2348f8d01a77f3d4db3fbf9b669f1688124625249229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani) ও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha)। প্রথম দিনের শেষে বেশ ভালই প্রতিক্রিয়া। দর্শকের সঙ্গে এই ছবির গল্পের প্রশংসা করেছেন সমালোচকরাও। দুই তারকার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। ছবিতে স্ত্রীয়ের অভিনয় দেখে আপ্লুত স্বামী সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। সোশ্যাল পোস্টে ভালবাসায় ভরালেন কিয়ারাকে।
কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ সিদ্ধার্থ
রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি 'সত্যপ্রেম কি কথা'য় রয়েছে গভীর এক সামাজিক বার্তা। ছবির গল্প বেশ পছন্দ করছেন দর্শক। প্রথম দিনে বেশ ভালই ব্যবসাও করেছে এই ছবি। মুম্বইয়ে বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয় 'সত্যপ্রেম কি কথা' ছবির। সেখানে হাজির হন 'কথা'র স্বামী সিদ্ধার্থ মলহোত্রও। সকলের সঙ্গে বসে দেখলেন ছবি, আপ্লুত হলেন স্ত্রীয়ের অভিনয়ে।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি পোস্ট করেন সিদ্ধার্থ, সঙ্গে নোট লেখেন কিয়ারার প্রশংসায়। সিনেমা থেকে কিয়ারার একটি স্টিল ছবি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, 'প্রাসঙ্গিক সামাজিক বার্তা সমেত একটি প্রেম কাহিনি এই ছবি, সেই সঙ্গে দুর্দান্ত পারফর্ম্যান্স সকলের কিন্তু কথা তুমি আমার মন জয় করেছ। কিয়ারা আডবাণী, এই চরিত্রটা করার সিদ্ধান্ত নিয়েছ দেখে খুব আনন্দ হচ্ছে। খুবই ছাপ ফেলে যাওয়ার মতো অভিনয়। তোমাকে এবং গোটা টিমকে কুর্নিশ।' পোস্টে তিনি ট্যাগ করেন অভিনেতা কার্তিক আরিয়ান ও সাজিদ নাদিয়াদওয়ালাকে। এই পোস্ট নিজের স্টোরিতে ফের শেয়ার করে কিয়ারা লেখেন, 'ধন্যবাদ ভালবাসা'।
কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান অভিনীত 'সত্যপ্রেম কি কথা' ছবির প্রথম দিনের ব্যবসা বেশ ভালই। বক্স অফিসে এই ছবি খাতা খুলল ৯.২৫ কোটি টাকা দিয়ে। সমালোচকদের থেকে রিভিউও বেশ ভালই পেয়েছে এই ছবি।
আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?
কেমন হল 'সত্যপ্রেম কি কথা'
এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, রোম্যান্টিক ছবির মোড়কে এই গল্প একটি বড় সামাজিক বার্তা দেয়। ট্রেলার দেখে বোঝাই যায় না, যে ছবিতে এমন একটি গভীর বার্তা রয়েছে। ছবির গল্পে বাঁক আপনাকে চমকে দেবেই। গল্পে অনেক নতুন নতুন বিষয় রয়েছে, যেটা প্রথম থেকে দেখো বোঝা সম্ভবই নয়। কার্তিক আর কিয়ারার এই ছবি পরিবারের সঙ্গে দেখা উচিত কারণ এই ছবির বার্তা সমস্ত পরিবারের কাছে পৌঁছনো উচিত। কার্তিক ও কিয়ারা এই ছবিতে অনুরাগীদের জন্য একটা 'ভিস্যুয়াল ট্রিট' তো বটেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)