Saregamapa: প্রতিযোগীকে অসম্মান করার অভিযোগ অন্তরা মিত্রের বিরুদ্ধে, চূড়ান্ত বিরূপ প্রতিক্রিয়া নেটপাড়ায়
Antara Mitra: ঠিক কী বলেছিলেন অন্তরা মিত্র? প্রথমত অন্তরা সপ্তপর্ণীকে 'তুই' সম্বোধন করে কথা বলেন
কলকাতা: 'সারেগামাপা'-র মঞ্চে কতই না নতুন গল্প তৈরি হয়। তার মধ্যে বেশিরভাগই যেমন ইতিবাচক.. তেমন ঘটে যায় নেতিবাচক কিছু ঘটনাও। যেমন সদ্য ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে সপ্তপর্ণী বসুর পারফর্মম্যান্স নিয়ে। এইদিনের এপিসোড থেকে খুব কম নম্বর, মাত্র ২২ পেয়ে পেয়ে বাদ পড়েছেন সপ্তপর্ণী। কিন্তু বিতর্ক সেই জায়গা থেকে নয়। বিতর্ক তৈরি হয়েছে বিচারকের আসনে বসা অন্তরা মিত্রের বআলা কথাগুলি নিয়ে। যেভাবে তিনি সপ্তপর্ণীর ভুল শুধরে দিয়েছেন, সেই ধরণ একেবারেই মনে ধরেনি নেটিজেনদের।
ঠিক কী বলেছিলেন অন্তরা মিত্র? প্রথমত অন্তরা সপ্তপর্ণীকে 'তুই' সম্বোধন করে কথা বলেন। সপ্তপর্ণী যদিও অন্তরার থেকে অনেকটাই ছোট কিন্তু এই সম্বোধনে আপত্তি রয়েছে অনেকেরই। অনেকে বলেছেন, একজন প্রতিযোগীর প্রতি সম্মান দেখানোটাও একজন বিচারকের কর্তব্য। অন্তত তুমি বলে সম্বোধন করে কথা বলা উচিত ছিল। দ্বিতীয়ত, অন্তরার বলার ধরণ.. তিনি নিজে একটি লাইন গেয়ে শুনিয়ে বোঝাতে চান, সপ্তপর্ণী ওই দুটি লাইনে একটু বেশিই অভিনয় করে ফেলেছেন। অন্তরা বলেন, 'এটা বয় গার্ল সঙ ছিল না, এটা ম্যান-ওম্যান সঙ ছিল। সেই ব্যাপারটা রাখতে হত..' অর্থাৎ গানটি আরও পরিণতভাবে গাইতে হত।
তবে অন্তরার বলার ধরণ ভাল লাগেনি অনেকেরই। অনেকের মতে, অন্তরার থেকে প্রতিযোগীই সুন্দর করে গেয়েছেন গানটি। অনেকে আবার অন্তরার অতীত মনে করিয়ে দিয়ে বলেছেন, অন্তরা নিজে যখন প্রতিযোগী ছিলেন তখনই তিনি গানের মধ্যে বেশি অভিনয় করতেন। সেই কথা ভুলে যাননি কেউই। অনেকে আবার বলেছেন যে 'আপনি যতটা ন্যাকামি করে দেখালেন, মেয়েটি মোটেই ততটা ন্যাকামি করে গানটা গায়নি। তবে এই মতামতে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকে আবার অন্তরার পাশে দাঁড়িয়ে লিখেছেন যে বিচারকের কাজই হল ভুলটা ধরিয়ে দেওয়া। অন্তরা একজন উচিত বিচারকের মতোই কাজ করেছেন। তিনি যে ভুলটা ধরিয়ে দিয়েছেন সেটা একেবারে সঠিক।
View this post on Instagram
আরও পড়ুন: Tota Roychowdhury: যন্ত্রণা, রাগ, অবিচারের আক্রোশে জ্বলছে কলকাতা, টোটা তুলে ধরলেন ভালবাসার ছবি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।