ED Sheeran-Arijit Singh: গঙ্গাবক্ষে অরিজিতের বাইকে এড শিরান ! ঘুরতে গিয়েছিলেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে..
ED Sheeran Visit Arijit Singh House: জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে এড শিরান

মুর্শিদাবাদ: প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মেল বন্ধন তবে কি এটাই ? একদিকে এক পপ গায়কের লাইভ শোতে আবেগপ্রবণ হতে দেখা যায় বলিউডের তাবড় তাবড় তারকদেরকেও। অপরদিকে আরও এক বিশ্ববিখ্যাত পপ সিঙ্গারের 'পারফেক্ট' শুনে হারিয়ে যান শ্রোতারা। আর এবার গঙ্গাবক্ষেই প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মিলন। অরিজিতের বাইকে এড শিরান !
কখনও ফুটপাথে গাইছেন, কখনওবা নিচ্ছেন হেড মাসাজ নিচ্ছেন বিট্রিশ এই পপ তারকা
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গঙ্গাবক্ষে অরিজিতে সিং ও এড শিরান।জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন এড শিরান।গঙ্গাবক্ষে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন দুই তারকা। ভারতে এসেই নানাভাবে ধরা দিচ্ছেন বিট্রিশ এই পপ তারকা। আহমেদাবাদ থেকে ব্যাঙ্গালুরু কোথায দেখা মেলেনি তাঁর ! কে বলবে বিশ্ব বিখ্যাত পপ তারকা কখনও ফুটপাথে গাইছেন। কখনওবা নিচ্ছেন স্থানীয় কারও থেকে হেড মাসাজ। বলতে গেলে ভারতের রূপ-রস-গন্ধ গায়ে মেখেছেন বিট্রিশ এই পপ তারকা। সাধে সাধেই কি তিনি ভক্তদের হৃদয় ছুঁয়ে যান।
অরিজিতের স্কুটিতে চেপেই গঙ্গাবঙ্গে সফর বিট্রিশ পপ তারকা এড শিরানের
অপরদিকে, অরিজিৎ সিংহকে নিয়েও বলার অপেক্ষা রাখে না। তিনিও একজন মাটির মানুষ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাধামাঠাভাবে দিন যাপন করেন। ইচ্ছে করলেই তিনি সবসময় বিলাসবহুল দিন কাটাতে পারতেন। সবসময় গাড়িতে চলাফেরা করতে পারতেন। কিন্তু না, সাদামাঠা স্কুটিতেই চলাফেরা করেন তিনি। তারকা ইমেজ রাখতে গেলে যে শুধুই নিজেকে আড়ালে রাখতে হবে, বলার অপেক্ষা রাখে না, সেই তত্ত্বে বালি। বস্তাপচা কনসেপ্ট ভেঙে মাটি পা রাখেন অরিজিৎ সিংহ। আর এবার তার স্কুটিতে চেপেই গঙ্গাবঙ্গে সফর করলেন বিট্রিশ এই পপ তারকা। ঘুরে এলেন বলিউডের কিংবদন্তি শিল্পীর বাড়ি থেকে।
জিয়াগঞ্জের মেঠো ছেলে অরিজিৎ
একসময় মুর্শিদাবাদের জল-হাওয়া গায়ে মেখে বলিউডে পা রেখেছিলেন অরিজিৎ সিংহ।তারপরের জার্নিটা অনেকটা এলাম-দেখলাম-জয় করলাম গোছের।জিয়াগঞ্জের মেঠো ছেলেটা মুম্বইয়ের শিল্পী মহলে খ্যাতি আদায় করে নিলেও, আজও পা রেখে চলেন মাটিতেই। আর তাইতো যে অরিজিতের গলায় শোনা যায় 'রং দে তু মোহে গেরুয়া'।সেই শিল্পীই আবার গর্জে ওঠেন আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে। বাংলা থেকে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করা সেই অরিজিৎ সিংহ পেয়েছেন পদ্মশ্রী সম্মান।
Arijit Singh and Ed Sheeran together in a bike ride. pic.twitter.com/0ZrOMQh8aG
— DARKHAAST 🌍 (@Blabla12022003) February 10, 2025
আরও পড়ুন, সময় রায়না, রণবীর সহ ৪০ জনের বিরুদ্ধে FIR দায়ের ! রোষের মুখে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
