'SIYA' Teaser Out: নির্যাতনের শিকার হওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই, প্রকাশ্যে 'সিয়া'র টিজার
'SIYA': 'দৃশ্যম ফিল্মস' প্রযোজিত এই ছবিতে নাম ভূমিকায় থাকছেন পূজা পাণ্ডে। সেই সঙ্গে প্রধান চরিত্রে দেখা যাবে 'মুক্কাবাজ', 'রংবাজ ৩' খ্যাত বিনীত কুমার সিংহকে।
নয়াদিল্লি: পূজা পাণ্ডে (Pooja Pandey) ও বিনীত কুমার সিংহ (Vineet Kumar Singh) অভিনীত 'সিয়া' ছবির টিজার (SIYA teaser out) মুক্তি পেয়েছে বুধবার। এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখছেন প্রযোজক মণিশ মুন্দ্রা (Manish Mundra)। ভারতের হৃদয় থেকে তৈরি হওয়া আরও একটি সৎ মানুষের গল্প। মনে করা হচ্ছে এই ছবির চর্চা ও সমালোচনার রাস্তা তৈরি করবে।
প্রকাশ্যে 'সিয়া'র টিজার
নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের শিকার এক মেয়ে। তাঁর ঘুরে দাঁড়ানোর গল্প বলবে এই ছবি। টিজারে নজরে পড়বে হিংস্রতা, নৃশংসতা। এটি মর্মান্তিক উদাসীনতার উপরও আলোকপাত করে যে পদ্ধতিতে এমন বিষয় নিয়ে দেশে চর্চা করা হয়।
'সিয়া' ছবিটি এক ছোট শহরের মেয়ের গল্প বলবে যে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে নিজের ন্যায়বিচারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে সে।
'দৃশ্যম ফিল্মস' প্রযোজিত এই ছবিতে নাম ভূমিকায় থাকছেন পূজা পাণ্ডে। সেই সঙ্গে প্রধান চরিত্রে দেখা যাবে 'মুক্কাবাজ', 'রংবাজ ৩' খ্যাত বিনীত কুমার সিংহকে।
Will she get justice? Watch #Siya’s story unfold on 16.09.2022.#SearchForJustice@ManMundra #PoojaPandey @vineetkumar_s @Raghavguptaaa @PanoramaMovies #RashmiSomvanshi #RafeyMahmood #SubhransuKumarDas @neeleshmisra #RaviSrivastava #PrashantDubey @Neelandcircus @mangeshdhakde pic.twitter.com/g5CE9myFdK
— Drishyam Films (@DrishyamFilms) August 17, 2022
পরিচালক মণিশ মুন্দ্রার কথায়, 'দিনের পর দিন, বছরের পর বছর, মহিলাদের বিরুদ্ধে অন্যায় বেড়েই চলেছে। সিয়া, সমাজের সেই ঘৃণ্য অমানবিক ছবি তুলে ধরবে যেখানে শক্তিহীন, নিরপরাধ মহিলারা যৌন বস্তু হিসেবে বিবেচিত হয় অথচ এখানে নাকি যৌনতাকে নিষিদ্ধ রূপে দেখা হয়।'
তিনি আরও বলেন, 'এটি শুধু একটি সিনেমা নয়, বরং একটা আন্দোলন। এই ছবির কণ্ঠ সেই সমস্ত মেয়েদের অপরিকল্পনীয় মানসিক ও শারীরিক অত্যাচারের কথা বলবে।' পূজা পাণ্ডে বলেন, 'একজন মহিলা হিসেবে, এই ছবির গল্প শুনে মনে হয়েছিল এটা জরুরি। এই গল্প মানুষকে শোনানোর প্রয়োজনীয়তা আছে। এই গল্প অগণিত ভুক্তভোগীর আবেগকে প্রকাশ করবে।' মণিশ মুন্দ্রা পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে ১৬ সেপ্টেম্বর ২০২২-এ।
আরও পড়ুন: Shefali Shah: করোনা আক্রান্ত 'ডার্লিংস' অভিনেত্রী শেফালি শাহ, বাড়িতেই রয়েছেন আইসোলেশনে