Smriti Irani: ১৫ বছর পরে ছোটপর্দায় ফিরতে চলেছেন স্মৃতি ইরানি? ফের ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’!
Smriti Irani News: এর আগেই বলা হয়েছিল, ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’-র দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে চলছে। ২০২৫ –এই জুন মাসে একটি আনুষ্ঠানিক ঘোষণা আশা করা হচ্ছে

কলকাতা: ধারাবাহিকের ইতিহাসে এটি ছিল অন্যতম জনপ্রিয় একটি শো। ধারাবাহিকের নামটা এখনও স্পষ্ট মনে আছে সবার। ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’ (kyunki saas bhi kabhi bahu thi)। দীর্ঘদিন চলা এই ধারাবাহিকের প্রধান মুখ ছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani) সাম্প্রতিক এক অনুষ্ঠানে, পরিচালক একতা কাপূর স্মৃতি ইরানির ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’-র দ্বিতীয় অধ্যায় নিয়েই যে তিনি ফিরবেন, সেই ইঙ্গিতও দিয়েছেন একতা।
সাম্প্রতিক একটি অনুষ্ঠানে এসে একতা কপূর ইঙ্গিত করেছেন, ১৫০ এপিসোড নিয়ে শো-টি হবে। সিদ্ধান্তটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটি শুরুর আগে কথা হয়েছিল, ১৫০ পর্বেই গল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা দর্শকদের এতটাই ভালবাসা পেয়েছিল যে ২০০০ পর্ব পর্যন্ত চলেছিল। এই ধারাবাহিকটি ফের পর্দায় ফিরিয়ে আনারই যোগ্য’। এখানেই শেষ নয়, একতা ইঙ্গিত দেন, ‘আমরা রাজনীতিকে বিনোদনে আনতে চলেছি, বলা ভাল, একজন রাজনৈতিককে বিনোদনে আনতে চলেছি।‘ আর তাঁর এই মন্তব্য উস্কে দিয়েছে স্মৃতি ইরানিকে ছোটপর্দায় ফিরিয়ে আনার গুঞ্জন। ফের কি তুলসীর চরিত্র নিয়েই ছোটপর্দায় ফিরবেন স্মৃতি? সেই উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্মৃতি ইরানি, যিনি টিভি শো কিঁউ কি শাস ভি কভি বহু থি’ -তে তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করেছিলেন। এখন একজন বিখ্যাত রাজনীতিবিদ। তিনি প্রায় ১৫ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন।
একটি সূত্র আরও নিশ্চিত করেছে যে মিহিরের ভূমিকার জন্য অভিনেতা অমর উপাধ্যায়, সেজান খান এবং রনিত রায়ের কথা ভাবা হচ্ছে। এর আগেই বলা হয়েছিল, ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’-র দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে চলছে। ২০২৫ –এই জুন মাসে একটি আনুষ্ঠানিক ঘোষণা আশা করা হচ্ছে। ২০০০ সালে সম্প্রচার শুরু হওয়া ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’ সফলভাবে আট বছর ধরে চলেছিল। গুজরাটের পটভূমিতে, গল্পটি তুলসী বলে এক নারীর জীবনকে ঘিরে, যিনি একজন আদর্শ পুত্রবধূ। যিনি এক ধনী ব্যবসায়ীর নাতি মিহির ভিরানিকে বিয়ে করেন। একসঙ্গে তাঁরা এরপরে পার করেন প্রচুর ইতিবাচক ও নেতিবাচক পরিস্থিতি। এবারের গল্পে স্মৃতি ইরানি কোন চরিত্রে থাকবেন, তাই এখন দেখার। ১৫ বছর পরে স্মৃতি ইরানিকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।






















