'Har Mana Har' Trailer Out: বড়পর্দায় একসঙ্গে সোহম-পায়েল-আয়ুষী, প্রকাশ্যে 'হার মানা হার' ছবির ট্রেলার
Trailer: মুখ্য ভূমিকায় সোহম চক্রবর্তী, আয়ুষী তালুকদার, পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী, শিশুশিল্পী সিলভিয়া দে। ছকে বাঁধা প্রেম কাহিনি নয়, তবে ভালবাসায় মোড়া ছবিই তৈরি হয়েছে তা ট্রেলার থেকেই স্পষ্ট।
কলকাতা: মুক্তি পেল সোহম চক্রবর্তী (Soham Chakraborty), আয়ুষী তালুকদার (Ayoshi Talukdar) ও পায়েল সরকার (Paayel Sarkar) অভিনীত 'হার মানা হার' ছবির ট্রেলার ('Har Mana Har' Trailer Out)। ছবির মুক্তি ১৬ সেপ্টেম্বর।
'হার মানা হার' ছবির ট্রেলার প্রকাশ্যে
মেয়ের জন্য মায়ের খোঁজে হন্যে বাবা। আর তাতেই বিপদের ঘনঘটা। গুলিয়ে যাচ্ছে? এমনই সম্পর্কের গল্প বলবে রাজা চন্দের আগামী ছবি 'হার মানা হার'। মুখ্য ভূমিকায় সোহম চক্রবর্তী, আয়ুষী তালুকদার, পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী ও শিশুশিল্পী সিলভিয়া দে। ঠিক ছকে বাঁধা প্রেম কাহিনি নয়, তবে ভালবাসায় মোড়া ছবিই তৈরি হয়েছে তা ট্রেলার থেকেই স্পষ্ট।
ছবির মুখ্য চরিত্রের নাম বিক্রম। তিনি একজন ধনী, সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রী মারা গেছেন আগেই। সঙ্গে থাকে ১০ বছরের কন্যা সন্তান মিষ্টি। মেয়েকে একাই বড় করে তোলার দায়িত্ব নেয় বিক্রম। কিন্তু অচিরেই বুঝতে পারে যে সেটা বেশ কঠিন কাজ। মিষ্টিকে একা বড় করে তুলতে গিয়ে হিমশিম খেতে থাকে সে। বাধ্য হয়ে শরণাপন্ন হয় বোন শ্রেয়সীর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দাদাকে সে ফের বিয়ে করার পরামর্শ দেয় প্রথমে মন না মানলেও মেয়ে মিষ্টির কথা ভেবে অবশেষে বিয়েতে মত দেয় বিক্রম। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পাত্রী খুঁজতে গিয়েই আসল গোল বাঁধে।
View this post on Instagram
বিক্রম বিয়ে করতে রাজি হতেই শুরু হয় পাত্রীর খোঁজ। নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট ঘেঁটে পাত্রীর সন্ধান শুরু করা হয়। এবং শেষ পর্যন্ত একজনের সঙ্গে বিয়ে ঠিকও হয় বিক্রমের। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই বিক্রমের জীবনে আসে অপর একজন নারী, নাম বুলবুলি। তাকে মায়ের মতোই ভালবেসে ফেলে মিষ্টি। এবার কাকে বাছবে বিক্রম? কার হাত ধরবে শেষ পর্যন্ত? এই টানাপোড়েন নিয়েই তৈরি হচ্ছে ছবি 'হার মানা হার'।
আরও পড়ুন: Satyaprem Ki Katha Release Date: কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা'র মুক্তির তারিখ ঘোষণা