Sohini Ranojoy Relationship: সোহিনী-রণজয়ের সম্পর্কে ছেদ? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর
Sohini Ranojoy Relationship: সোমবার রাতের দিকে করা সোহিনী সরকারের ইনস্টাগ্রাম স্টোরি জল্পনা সৃষ্টি করেছে। তিনি একটি পোস্টে লেখেন, 'একা এবং আমি এর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি।'
কলকাতা: টলিউডের অন্যতম চর্চিত জুটি সোহিনী সরকার (Sohini Sarkar) ও রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) প্রেমের সম্পর্কে ইতি? অভিনেত্রী সোহিনী সরকারের ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) যে তেমনই ইঙ্গিত দিচ্ছে। কী পোস্ট করলেন অভিনেত্রী?
সোহিনী সরকারের ইঙ্গিতপূর্ণ পোস্ট
একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে একাধিক ফটোশ্যুট। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি প্রায়ই দেখা যায়। তাঁরা সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু।
এমন অবস্থায় সোমবার রাতের দিকে করা সোহিনী সরকারের ইনস্টাগ্রাম স্টোরি জল্পনা সৃষ্টি করেছে। তিনি একটি পোস্টে লেখেন, 'একা এবং আমি এর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি।' তার কিছুক্ষণ আগে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। লেখেন, 'বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব, না হলে পরে অন্যায় হবে।'
তাহলে ফের বিচ্ছেদের খবর মিলতে চলেছে টলিউডে? যদিও রণজয়ের নাম কোথাও উল্লেখ করেননি অভিনেত্রী।
তবে কিছুদিন আগেও তাঁদের সম্পর্ক চোখে পড়ার মতো ছিল। একে অপরের সঙ্গে জন্মদিনও পালন করেন তাঁরা। জানুয়ারিতে পাহাড়ের কোলে ছুটি কাটিয়ে আসেন যুগলে।
View this post on Instagram
আরও পড়ুন: Kishmish: টি-শার্টে নিজের ছবি, 'কিশমিশ'-এর অভিনব প্রচারে মুগ্ধ ইশা
ইনস্টাগ্রাম জুড়ে সোহিনীর দার্জিলিং ভ্রমণের টুকরো ছবি পোস্ট করেন। সেখানে কখনও তিনি মুখ থেকে ধোঁয়া বের করছেন ঠান্ডায়। অভিনয় করছেন সিগারেট খাওয়ার। আবার কখনও বারন্দায় বেরিয়ে উপভোগ করছেন শীতকে। আর গ্লেনারিসের সামনে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সোহিনী। সঙ্গে ছিলেন প্রেমিক রণজয়। একে অপরের চোখের দিকে তাকিয়ে মজেন প্রেমিক প্রেমিকা। ক্যাপশনে সোহিনী লেখেন, 'একসঙ্গে থাকো, 'জীবনের সমস্ত নেতিবাচক জিনিস দূর করে দিন।'