Tollywood Film: লাল স্যুটকেসে ভর্তি টাকা, শোলাঙ্কি আর ঋত্বিকের ভাগ্য কী বদলাবে?
Mainak Bhowmik New Film: সত্য ও কাবেরী, এক দম্পতির মধ্যবিত্ত জীবনযাত্রাকেই তুল ধরা হয়েছে এই ছবির মধ্যে। কিন্তু তার মধ্যেই রয়েছে বিভিন্ন ট্যুইস্ট।
কলকাতা: একটা লাল স্যুটকেস, অনেক অনেক টাকা, একটা মৃত্যু আর লক্ষ্মী.. মৈনাক ভৌমিকের আগামী ছবি 'ভাগ্যলক্ষী'-র সদ্য মুক্তি পাওয়া মোশন পোস্টারে রয়েছে এই সব কিছুই। সদ্য শ্যুটিং শেষ হয়েছে পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবি 'ভাগ্যলক্ষ্মী'-র। আর এবার প্রকাশ্যে এল সেই ছবির মোশন পোস্টার। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১০ জানুয়ারি।
এছাড়াও রয়েছেন, রতন সরখেল (Ratan Sarkhel), স্বস্তিকা দত্ত (Swastika Datta), লোকনাথ দে (Loknath De), নীল মুখোপাধ্যায় (Neel Mukherjee), সুব্রত দত্ত (Subrata Datta), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debopriyo Mukherjee), যুধাজিৎ সরকার (Judhajit Sarkar)। সত্য ও কাবেরী, এক দম্পতির মধ্যবিত্ত জীবনযাত্রাকেই তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে। কিন্তু তার মধ্যেই রয়েছে বিভিন্ন ট্যুইস্ট। একমাত্র ছেলেকে দিল্লি পড়তে পাঠিয়ে খরচের ভারে কার্যত নুয়ে পড়েছে মধ্য ৩০-এর এই দম্পতি। দিল্লিতে ভাইয়ের সঙ্গেই ছেলেকে পড়তে পাঠিয়েছে সত্য। কিন্তু সত্য আর কাবেরীর এই জীবন হঠাৎ বদলে যায় যখন তাঁদের এক বন্ধু তাঁদের বাড়িতে আসে। তাঁদের বাড়িতে এসেই সেই বন্ধু রহস্যজনকভাবে মারা যায়, রেখে যায় একটি টাকা ভর্তি স্যুইকেস। এই স্যুটকেসকে ঘিরেই বদলে যায় তাঁদের জীবন। এই টাকা কি আদৌ তাঁদের জীবনে 'লক্ষ্মী' হয়ে আসবে নাকি বয়ে আনবে অশান্তি, সমস্যা আর বিপদ? সেই উত্তর মিলবে 'ভাগ্যলক্ষ্মী' ছবিতে।
প্রসঙ্গত, সামাজিক গল্প ছেড়ে এই প্রথম থ্রিলার আঙ্গিকের ছবিতে পা রাখছেন মৈনাক। এর আগে তিনি যে ছবিগুলি করেছিলেন তার সবই পরিবার ও সম্পর্কের গল্প বলেছে। এই ছবি নিয়ে পরিচালক বলছেন, 'এক সাদামাটা দম্পতি যদি একটি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে তখন তাঁদের কী পরিস্থিতি হয় সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছিলাম। ভাগ্যলক্ষ্মী কিছুটা বাস্তবের ছবি তুলে ধরছে আর কিছুটা কাল্পনিক গল্প বলবে।' ছবির প্রযোজনা করছে নন্দী মুভিজ়।
View this post on Instagram
আরও পড়ুন: Prosenjit on Bohurupi: শিবপ্রসাদকে শাহরুখ খানের সঙ্গে তুলনা! 'বহুরূপী' দেখে আপ্লুত প্রসেনজিৎ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে