এক্সপ্লোর
Advertisement
একসময় তো মি টু বিতর্কে অনু মালিকের পক্ষে সওয়াল করেছিলেন! সোনুকে আক্রমণ গায়িকা সোনা মহাপাত্রের
সোনুর বিরুদ্ধে পাল্টা পোস্ট করেন টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা। তিনি সরাসরি সোনুর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগের অভিযোগ আনেন।
মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়ারাজ নিয়ে সপ্তাহখানেক আগে বিস্ফোরক ভিডিও পোস্ট করেন সোনু নিগম। এরপর থেকেই সঙ্গীত জগত প্রায় দ্বিধা বিভক্ত। সোনুর সুর টেনেই কথা বলেছেন আদনান শামি, মোনালি ঠাকুর।
এরপরই সোনুর বিরুদ্ধে পাল্টা পোস্ট করেন টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা। তিনি সরাসরি সোনুর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগের অভিযোগ আনেন।
এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। তিনি স্বীকার করেন বলিউডে নতুন জায়গা কম দেওয়া হয়। কিন্তু সোনুর বক্তব্যকে পুরোপুরি সমর্থনও করেননি গায়িকা সোনা।
২০১৮ সালে মি টু বিতর্কে অনু মালিকের পক্ষেই কথা বলেছিলেন সোনু। এই বিষয়টির নিন্দা করে সোনা বলেন, একদিকে সোনু ইন্ডাস্ট্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে মি টু বিতর্কের সময় সুরকার অনু মালিককে বাঁচানোর চেষ্টা করেন সোনু, অভিযোগ সোনা মহাপাত্রের।
মি টু বিতর্কে সোনু নিগমকে অনু মালিকের পক্ষ নিতে দেখা যায়। সোনু তখন বলেন, অনুর বিরুদ্ধে প্রমাণ কোথায়? এই প্রসঙ্গ টেনে সম্প্রতি একটি ট্যুইটে সোনা বলেছেন,"সোনু নিগম প্রকাশ্যে একাধিকবার মি টু'তে অভিযুক্ত অনু মালিককে রক্ষা করেছেন আর এখন কোনও প্রমাণ ছাড়াই তিনি কথা বলছেন। আমরা কি সত্যিই চাই শিল্পটা ভালোভাবে হোক?"
Did anyone care that #SonuNigam publicly defended a multiple accused @IndiaMeToo predator Anu Malik & now claims to being in the possession & yet suppressing a video with incriminating evidence of another case? Do we really want the industry to get better? #LetsTalk #India. 🙏🏾🧚🏿♀️
— Sona Mohapatra (@sonamohapatra) June 26, 2020
সম্প্রতি সোনু টি-সিরিজ কর্তা ভূষণ কুমারকে আক্রমণ করে বলেন, মারিনা কুনয়ারকে মনে পড়ে? তিনি একসময় ভূষণ কুমারের বিরুদ্ধে মি টু অভিযোগ আনেন। সোনু দাবি করেন, সেই ভিডিও এখনও তাঁর কাছে আছে। তাঁর সঙ্গে চ্যালেঞ্জ নিলে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন সোনু।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement