Sonam Kapoor: আগের চেহারা ফেরেনি, সদ্য মাতৃত্বের পরে স্ফিত উদরের ছবি আড়াল করলেন না সোনম
Sonam Kapoor Post Pregnancy : সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনম। সেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে রয়েছেন সোনম
মুম্বই: সদ্য মা হয়েছেন বলিউডের 'নীরজা' সোনম কপূর (Sonam Kapoor) । লন্ডনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি । এখন অভিনেত্রী অনেকটাই সুস্থ, ফিরে এসেছেন বাড়িতেও । কিন্তু এখনও আগের চেহারায় ফেরেননি তন্বী সোনম । বেবিবাম্প না থাকলেও এখনও আগের মতো তন্বী হয়নি তাঁর কোমর । তাতে কি ! তিনি তো এখন নায়িকা নন, মা ও । আর তাই জীবনের এই অধ্যায়কে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সোনম ।
সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনম । সেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে রয়েছেন সোনম । জ্যাকেট তুলে আয়নায় নিজেই নিজের উদরের ছবি দেখালেন সোনম । সেখানে তিনি লিখলেন, '‘এখনও অন্তঃসত্ত্বার পোশাকেই রয়েছি । পেট আগের জায়গায় ফেরেনি ঠিকই, তবে ভালই দেখাচ্ছে ।’
গত ২০ অগস্ট লন্ডনের এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী । একরত্তির ডাকনামও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। আনন্দ অহুজা (Anand Ahuja) আর সোনম তাঁদের ছেলের নাম রেখেছেন সিম্বা (Simba) । সোশ্যাল মিডিয়ায় একরত্তির কোনও ছবি প্রকাশ করেননি আনন্দ-সোনম । কেবল লেখার মাধ্যমে জানিয়েছিলেন, পরিবারে এসেছে নতুন সদস্য ।
সোশ্যাল মিডিয়ায় এর আগে মাতৃত্বের আগের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন সোনম কপূর । প্রথমে আনন্দ আহুজার বাহুলগ্না হয়ে মাতৃত্বের কথা জানিয়েছিলেন সোনম । এরপর সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বকালীন একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন সোনম ।
View this post on Instagram