এক্সপ্লোর
সোনম কপূরের বিয়ের আংটির দাম জানেন? প্রায় ১ কোটি

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় এখনও চর্চা চলছে সোনম কপূরের জমকালো বিয়ে নিয়ে। তাঁর বিয়ের পোশাক থেকে মঙ্গলসূত্র- সব কিছুই নজর কেড়েছে নেট দুনিয়ার। আর এখন আলোচনার বিষয় আনন্দ আহুজার সোনমকে দেওয়া উপহার- বিয়ের আংটিটা। সোনম তাঁর মঙ্গলসূত্রে নিজের ও আনন্দের রাশি খোদাই করেছেন হিরের ওপর। সোনমের রাশি মিথুনের প্রতীক রয়েছে বাঁয়ে, আনন্দের সিংহ প্রতীক ডানে। কিন্তু এ সব তো পুরনো বিষয়। এবার শুনুন নতুন আলোচ্য তাঁর হিরের আংটির কথা। শোনা যাচ্ছে, ৩০০০ কোটি টাকার সম্পত্তির মালিক আনন্দ নববধূকে যে আংটি দিয়েছেন তার দাম ৯৫ লক্ষ টাকা! অর্থাৎ বলিউডে যত বিবাহিতা রয়েছেন, তাঁদের মধ্যে সোনমের আংটির দাম একেবারে ওপরের দিকে। [embed]https://www.instagram.com/p/BioHk0LnXXX/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/BilW6AwHa31/?utm_source=ig_embed[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















