এক্সপ্লোর
Advertisement
‘মুন্নাভাই’ এবার গীতিকার, জেলে বসে লেখা গান এবার সিনেমায়
মুম্বই: জেলজীবন অনেকটাই পাল্টে দিয়েছ বলিউড তারকা সঞ্জয় দত্তকে। ইয়েরওয়াড়া জেলে বসে কবিতা লিখতেন তিনি। সেই কবিতাগুলির মধ্যেই একটি ‘ও মেরি অঙ্গন কী চিড়িয়া হ্যায় তু’। এই কবিতাটিই গান হিসেবে তাঁর আগামী সিনেমা তোরবাজ-এ ব্যবহার করা হবে।
গিরিশ মালিক পরিচালিত তোরবাজ সিনেমায় সঞ্জয় দত্ত একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। আফগানিস্তানের পটভূমিকায় তোরবাজের কাহিনী গড়ে উঠেছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সঞ্জয়ের কাছে ‘ও মেরি অঙ্গন কী চিড়িয়া হ্যায় তু’ কবিতাটি শুনে আবেগতাড়িত হয়ে পড়েন তোরবাজ পরিচালক।সিনেমার প্রযোজক রাহুল মিত্র জানিয়েছেন, বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে লেখা কবিতাটি শুনে তাঁরা মুগ্ধ হয়ে পড়েছিলেন। সিনেমাতেও সঞ্জয় কন্যা-হারা বাবার চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয়ের কবিতাটি শুনেই চোখে জল এসেছিল। সিনেমার কাহিনীর সঙ্গে গানটি খুবই সামঞ্জস্যপূর্ণ। তখনই কবিতাটি গান হিসেবে সিনেমায় ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সঞ্জয় এর আগে বিভিন্ন সিনেমায় গান গেয়েছেন। ‘অ্যায় শিবানি’, ‘চল মেরে ভাই’ ও ‘লগে রহে মুন্না ভাই’ সিনেমায় ‘সমঝো হো হি গয়া’র মতো গান তাঁর গলায় জনপ্রিয় হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement