Sonu Nigam: সেরা জুবিন নৌটিয়াল, মনোনয়ন পর্যন্ত পেলেন না সোনু নিগম! ক্ষোভ উগরে দিয়ে শিল্পীর মন্তব্য...
Sonu Nigam News: সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রিনশট শেয়ার করে সোনু নিগম লিখেছেন, 'অনেক ধন্যবাদ IIFA। যাইহোক.. আপনাদের তো রাজস্থানের আমলাতন্ত্রের কাছে উত্তর দিতে হবে'

কলকাতা: প্রথমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আর তারপরে, সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাথাদের উদ্দেশে বিরূপ পোস্ট... একের পর এক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)। রাজস্থানের জয়পুরে গত ৮ ও ৯ তারিখ IIFA 2025 ছিল। আর এই অনুষ্ঠানে পুরষ্কার প্রাপকদের নামের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোনু নিগম। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরষ্কার প্রাপকদের নামের তালিকা শেয়ার করে নিয়েছেন। সেখানে নাম রয়েছে অরিজিৎ সিংহ থেকে শুরু করে বাদশা, দিলজিৎ দোসাঞ্জ, জুবিন নৌটিয়াল ও অন্যান্যরা। অবশেষে 'আর্টিকেল ৩৭০' ছবির 'দুয়া' গানটির জন্য পুরষ্কার পান জুবিন নৌটিয়াল। মনোনয়নের তালিকায় নাম ছিল না সোনু নিগমের। আর সম্ভবত সেটাই বিঁধেছে গায়ককে।
সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রিনশট শেয়ার করে সোনু নিগম লিখেছেন, 'অনেক ধন্যবাদ IIFA। যাইহোক.. আপনাদের তো রাজস্থানের আমলাতন্ত্রের কাছে উত্তর দিতে হবে'। সোনু নিগমের পোস্ট করা এই সামান্য কথাই উস্কে দিয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, সোনু নিগম 'মেরে ঢোলনা 3.0' গানটির জন্য অন্তত মনোনয়ন আশা করেছিলেন। কারণ এই গানটি একসঙ্গে গেয়েছিলেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল। মহিলাদের মধ্যে শ্রেয়া ঘোষাল এই গানটির জন্যই পুরস্কার যেতেন। আর এই একই গানের জন্য পুরুষদের মধ্যে নমিনেশনের তালিকায় পর্যন্ত রইলেন না সোনু নিগম! সোশ্যাল মিডিয়ায় সোনুর এই পোস্ট প্রচুর সমর্থন পেয়েছে। কুমার শানু-র পুত্র জান কুমার শানু লিখেছেন, 'স্যার আপনি সমস্ত অ্যাওয়ার্ডের উর্ধ্বে।'
অপর একটি ভিডিও বার্তা পোস্ট করে আবার সেখানে সোনু নিগম বলেছেন, 'আমি এখনই একটা কনসার্ট শেষ করে এলাম। জয়পুরে। রাইজিং রাজস্থান কনসার্টটার নাম। গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক খ্যাতনামা লোক এসেছিলেন। সবাই যেন রাজস্থানের জৌলুস আরও বাড়িয়ে তুলেছিল। মুখ্যমন্ত্রী ও এসেছিলেন। তাঁর সঙ্গে আরও অনেক নেতা মন্ত্রীরা। কিন্তু ঠিক শো-এর মধ্যে আমি দেখলাম, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা মন্ত্রীরা সবাই উঠে বেরিয়ে গেলেন। আর মুখ্যমন্ত্রী বেরিয়ে যেতেই যত অতিথি অভ্যাগত এসেছিলেন সবাই চলে গেলেন। সবার কাছে আমার একটাই আবেদন, যদি দেশেই দেশের শিল্পীর কদর না হয়, তাহলে বাইরের লোক কদর করবে কেন? তাঁরা কীই বা ভাববে? আমেরিকায় কেউ পারফর্ম করছেন আর প্রেসিডেন্ট উঠে চলে যাচ্ছেন, এই ছবি তো কখনও দেখা যায় না! যদি উঠে যাওয়ারই হয়, তাহলে হয় আসবেন না, নাহলে শো শুরু হওয়ার আগেই দয়া করে চলে যাবেন। যে কোনও শিল্পীর পারফর্মেন্সের মধ্যে উঠে যাওয়া ভীষণ অসংবেদনশীল একটা কাজ। এটা মা সরস্বতীর অপমান। আর মুখ্যমন্ত্রী যে উঠে চলে গিয়েছেন, সেটার কথা আমি জানতাম ও না। যখন সবাই চলে গেলেন, তখন সবাই আমায় মেসেজ করে জানালেন। সবাই বললেন, এই ধরনের কাজ করা উচিত হয়নি। আমার একটাই আবেদন... দয়া করে শিল্পী মঞ্চে ওঠার আগেই বেরিয়ে যাবেন। আপনারা মহান। আপনারা ব্যস্ত মানুষ। আপনাদের অনেক কাজ থাকে। সব দায়িত্ব সামলান আপনারা। একটা শো গোটা বসে শুনলে আপনাদের সময় নষ্ট হবে। দয়া করে এই কাজটা করলে উপকৃত থাকব।'
আরও পড়ুন: Aryann Bhowmik: একদিকে বড়পর্দার বড় প্রোজেক্ট, তার মধ্যেই কেন ফিরছেন ছোটপর্দায়? উত্তর দিলেন আরিয়ান






















