Sonu Sood: 'প্রার্থনার যে কি শক্তি...', দুর্ঘটনার পরে সুস্থ হয়ে উঠছেন স্ত্রী, স্বস্তির নিঃশ্বাস সোনু সুদের
Sonu Sood on Sonali Health Update: সোশ্যাল মিডিয়ায় আজ সোনু সুদ লিখেছেন, 'প্রার্থনায় অনেক ক্ষমতা থাকে। আমরা সেটা আবার একবার অনুভব করলাম।'

কলকাতা: দুর্ঘটনায় জখম সোনু সুদের (Sonu Sood)-এর স্ত্রী সোনালি সুদ (Sonali Sood)। সোমবার গভীর রাতে মুম্বই-নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনার শিকার হয় সোনালি সুদের গাড়ি। সূত্রের খবর, গাড়িতে সোনালির সঙ্গে তাঁর বোন এবং বোনের ছেলেও ছিলেন। সোনালির বোনের ছেলেই গাড়িটি চালাচ্ছিলেন। আপাতত হাসপাতালে রয়েছেন সোনালি। আর স্ত্রী-এর শারীরিক অবস্থার খবর নিয়ে এই প্রথম মুখ খুললেন সোনু সুদ। সঙ্গে ধন্যবাদ জানালেন অনুরাগীদের।
সোশ্যাল মিডিয়ায় আজ সোনু সুদ লিখেছেন, 'প্রার্থনায় অনেক ক্ষমতা থাকে। আমরা সেটা আবার একবার অনুভব করলাম। আপনাদের সবার প্রার্থনা আর শুভকামনার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাদের চিরকাল মনে থাকবে। সোনালি আর পরিবারের বাকি দুজন এখন ভাল আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন ওঁরা। আপনাদের সবার ভালবাসা আর দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।' সোশ্যাল মিডিয়ায় অভিনেতার তরফ থেকে এই বার্তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেক অনুরাগীই। প্রত্যেকেই প্রার্থনা করেছেন যাতে সোনালি সুদ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
সোমবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। সোনু সুদের স্ত্রী সোনালি, তাঁর বোনের ছেলে এবং বোন ছিলেন ওই গাড়িতে। মুম্বই-নাগপুর হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। নাগপুরের একটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সোনালি। মঙ্গলবার সকালেই নাগপুর পৌঁছে গিয়েছেন অভিনেতা। সোনু জানিয়েছেন, তাঁর স্ত্রী এখন ঠিক রয়েছেন। অলৌকিক ভাবে রক্ষা পেয়েছেন সোনালি। ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন সোনু সুদ। জানা গিয়েছে, সোনালি এবং তাঁর বোনপো নাগপুরের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। সোনালির বোনের জখম খুব একটা গুরুতর। তিনি বিপদসীমার বাইরে রয়েছেন। কোভিড কাল থেকে সোনু সুদ মানেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই অভিনেতার স্ত্রী দুর্ঘটনায় জখম হওয়ায় স্বভাবতই উদ্বেগে রয়েছেন সোনু সুদের অনুরাগীরা। তবে স্বস্তির খবর এটাই যে সোনালি বিপদমুক্ত। তাঁর আঘাত খুব গুরুতর নয়।
সম্প্রতি আর্থিক জালিয়াতিতে নাম জড়িয়েছিল সোনু সুদের, উঠেছিল গুরুতর অভিযোগ, অভিনেতা স্পষ্ট ভাষায় কড়া জবাবও দিয়েছিলেন। সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পঞ্জাবের লুধিয়ানার এক আদালত। একটি আর্থিক দুর্নীতির মামলায় তাঁর নাম জড়িয়েছিল। তার জেরেই এই গ্রেফতারি পরোয়ানা। আর এই খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা,সমাজসেবী সোনু সুদ।
❤️🙏 pic.twitter.com/P7lnOYYTiM
— sonu sood (@SonuSood) March 26, 2025






















