Sonu Sood: একসময়ের ভাল বন্ধু, কিন্তু এখন কঙ্গনার সঙ্গে কথাও বন্ধ সোনু সুদের!
Sonu Sood on Kangana Ranaut: সদ্য একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সোনু সুদ

কলকাতা: তাঁদের মধ্যে একটা সময় নাকি ভাল বন্ধুত্ব ছিল। তবে একটি ছবি বাতিল করার পরেই খারাপ হয়ে যায় তাঁদের সম্পর্ক। আর এখন তাঁদের মধ্যে যোগাযোগ পর্যন্ত নেই। একে অপরের সঙ্গে কথাও বলেন না তাঁরা। কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও সোনু সুদ (Sonu Sood)। শোনা যায়, এক সময়ে 'মণিকর্ণিকা' ছবিতে অভিনয় করার জন্য কঙ্গনা অনুরোধ করেছিলেন সোনু সুদকে। কিন্তু সেই অনুরোধ রাখেননি সোনু। ফিরিয়ে দেন 'মণিকর্ণিকা' ছবির অফার। আর সেই থেকেই খারাপ হয়ে যায় এই দুই তারকার সম্পর্ক। তবে এখন কী পরিণতি হয়েছে তাঁদের সম্পর্কের?
সদ্য একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সোনু সুদ। তিনি বলেন, কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর বর্তমানে আর সম্পর্ক নেই। আর কথা হয় না তাঁদের। তবে এক সময়ের বন্ধুর সম্পর্কে কোনও খারাপ কথা বলতে নারাজ সোনু সুদ। তবে সোনু সুজ জানিয়েছেন, কঙ্গনার পরিবারের সঙ্গে এখনও ভাল সম্পর্ক রয়েছে তাঁর। দেখা হলে কথা বলেন একে অপরের সঙ্গে। তবে নায়িকার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি মনে করেন, এক সময়ের ভাল বন্ধুর সম্পর্কে খারাপ কিছু বলা সত্যিই আঘাত করতে পারে। সেই কারণেই তিনি খারাপ কিছু বলতে চান না কঙ্গনাকে নিয়ে। তবে কঙ্গনার সঙ্গে যোগাযোগ না রাখা নিয়ে তাঁর তেমন আফশোস নেই।
অন্যদিকে, বলিউডের অন্যতম ফিট নায়ক সোনু সুদ। সদ্য, নিজের ডায়েট নিয়ে মুখ খুলে সোনু বলেন, 'অনেকেরই ধারণা রয়েছে, একটা দুর্দান্ত শারীরিক গঠনের জন্য ডায়েটে মাংস রাখা ভীষণ জরুরি। এই কথাটা এক্কেবারে ভুল। প্রথম যে কাজটা করতে হবে, সেটা হয় বিকেলের খাবার বা স্ন্যাক্স থেকে একেবারে বাদ দিতে হবে জাঙ্ক ফুড বা বাইরের যে কোনও কেনা খাবার।' রোজ মাংস খাওয়া নয়, বরং সোনু সুদ জোর দেন নিয়মমাফিক খাওয়া দাওয়া, সঠিক সময়ে খাওয়া, প্লেটে যাতে ঠিকঠাক পর্যাপ্ত খাবার থাকে.. এই সমস্ত বিষয়েই নজর দেন সোনু। তাঁর বয়স যে ৫০, তা তাঁকে দেখে বোঝার উপায় নেই!
আরও পড়ুন: Sara Sengupta: বলিউডে পা রাখছেন যীশু কন্যা সারা সেনগুপ্ত? খবরের সত্যতা নিয়ে মুখ খুললেন নিজেই
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
