Kisaan Movie Launch: কৃষক আন্দোলনকে সমর্থনের পর ‘কিষাণ’ ছবিতে অভিনয়ের সুযোগ সোনুর
Sonu Sood's new film Kisaan launched: গত বছর শেষের দিকে দিল্লির সীমান্তে আন্দলনে নামেন কৃষকরা। ৩ কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আর এরপরই দফায় দফায় এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সোনু।
![Kisaan Movie Launch: কৃষক আন্দোলনকে সমর্থনের পর ‘কিষাণ’ ছবিতে অভিনয়ের সুযোগ সোনুর Sonu Sood's new film Kisaan launched amid farmers protests Kisaan Movie Launch: কৃষক আন্দোলনকে সমর্থনের পর ‘কিষাণ’ ছবিতে অভিনয়ের সুযোগ সোনুর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/17170057/sonu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দিল্লি সীমান্তে অবস্থানে বসা কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। এবার পর্দার খলনায়ককে নতুন অবতারে দেখা যাবে সিনেমায়। ছবির নাম ‘কিষাণ’। এই ছবির ঘোষণা করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে অমিতাভ লেখেন, কিষাণ ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল। ছবির পরিচালক ই নিবাস, অভিনয় করেছেন সোনু সুদ।
গত বছর শেষের দিকে দিল্লির সীমান্তে আন্দলনে নামেন কৃষকরা। ৩ কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আর এরপরই দফায় দফায় এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সোনু। ট্যুইটারে একাধিক পোস্টও করেছেন অভিনেতা। তুলে ধরেছেন আমাদের বেঁচে থাকার জন্য কৃষকদের ভূমিকার কথা। কখনও লিখেছেন, কৃষকরা থাকলেই আমরা থাকব। কখনও আবার লিখেছেন কৃষকরা মা বাবার থেকে কম কিছু নন। লাগাতার এই সমর্থনের পর এবার ‘কিষাণ’ ছবিতে দেখা যাবে সোনুকে।
‘কিষাণ’ ছবির কথা নিশ্চিত করেছেন তরণ আদর্শ। তিনি লিখেছেন, কিষাণ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোনু সুদকে। পরিচালনা করেছেন ই নিবাস। পরিচালক হিসেবে ড্রিম গার্ল ছবিতে ডেবিউ করেন তিনি। বাকি অভিনেতা, অভিনেত্রীর নাম খুব শীঘ্রই জানানো হবে।
উল্লেখ্য সাধারণ সহকারী অভিনেতা বা খলনায়কের চরিত্রেই দেখা যায় সোনুকে। কিন্তু করোনা আবহে তাঁর ভূমিকায় খুশি সব মহল। একের পর এক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন, এখন হিরোর চরিত্রে কাজ করার সুযোগ আসছে। ৪ থেকে ৫টা ছবির কথা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা একটা নতুন ইনিংসের সূচনা। আশা করছি নতুন পিচে মজায় খেলতে পারব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)