Amitabh Bachchan Upcoming Film: অমিতাভ বচ্চন-অনুপম খেরের 'উঁচাই' ছবির মুক্তির দিন ঘোষণা
Uunchai Release Date: এই ছবির হাত ধরে দীর্ঘ সাত বছর পর পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া। ২০১৫ সালে তাঁর শেষ ছবি 'প্রেম রতন ধন পায়ো' মুক্তি পায়।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নিয়ে আসছেন নতুন পারিবারিক ছবি 'উঁচাই' (Uunchai)। সূরত বরজাতিয়া (Sooraj Barjatya) পরিচালিত এই ছবির মুক্তির দিন (Release Date) ঘোষণা করা হল।
কবে মুক্তি পাচ্ছে 'উঁচাই'?
এদিন প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে 'উঁচাই' ছবি মুক্তির তারিখ। চলতি বছরের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ইনস্টাগ্রামে এদিন রাজশ্রী প্রোডাকশনের তরফে একটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'আমাদের হীরক জয়ন্তী বর্ষের সবচেয়ে বড় ঘোষণা। আপনাদের কাছের প্রেক্ষাগৃহে 'উঁচাই' আসবে ১১.১১.২২-এ। সূরজ বরজাতিয়া পরিচালিত এই ছবি অদেখা এক তারকার সম্মেলন ঘটাবে পর্দায়। এতে ভারতীয় ছবির নক্ষত্র অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা অভিনয় করেছেন সঙ্গে পরিণীতি চোপড়া, নাফিসা আলি সোধি এবং ড্যানি ডেনজোংপা রয়েছেন। ছবির প্রযোজনায় রাজশ্রী প্রোডাকশন সহ প্রযোজনায় মহাবীর জৈন ফিল্মসের মহাবীর জৈন এবং বাউন্ডলেস মিডিয়ার নাতাশা মালপানি ওসওয়াল।'
View this post on Instagram
প্রসঙ্গত, মুক্তির তারিখ ঘোষণার পর দেখা যাচ্ছে যে এই ছবি ও সিদ্ধার্থ মলহোত্রর 'যোদ্ধা' একই দিনে মুক্তি পাচ্ছে। সেই ছবিতে সিদ্ধার্থ ছাড়াও রয়েছেন দিশা পাটনি, রাশি খান্না।
২০২১ সালের অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয় 'উঁচাই' ছবির। ২০২২ সালের এপ্রিলে এই ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন অনুপম খের। এই ছবির হাত ধরে দীর্ঘ সাত বছর পর পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া। ২০১৫ সালে তাঁর শেষ ছবি 'প্রেম রতন ধন পায়ো' মুক্তি পায়।
আরও পড়ুন: Farhan Akhtar: প্রপিতামহের সঙ্গে অদেখা ছবি পোস্ট ফারহানের, 'যমজ' বলে মন্তব্য নেটিজেনদের
ইতিমধ্যে, অমিতাভ বচ্চনকে দেখা যাবে কল্পবিজ্ঞান অ্যাকশন ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা'তে। নবদম্পতি রণবীর কপূর, আলিয়া ভট্টের প্রথম একসঙ্গে ছবি এটি, মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর।