Sourav Chakraborty Exclusive: বাস্তবের ছবি তুলে ধরলেও 'রাজনীতি'-তে দলীয় রঙ নেই: সৌরভ
Rajneeti Exclusive: সিরিজে একগুচ্ছ দুঁদে অভিনেতা। পরিচালক সৌরভের কাছে কাকে পরিচালনা করা সবচেয়ে কঠিন ছিল?
কলকাতা: অভিনয় ছেড়ে তাহলে এবার ঘোরতর 'রাজনীতি'-তে? তাঁরই অঙ্গুলি হেলনে ওলটপালট হয়ে যেতে পারে সবকটা জীবন! কোনও দলীয় পরিচয় ছাড়াই এমন ক্ষমতা কীভাবে পেলেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)?
প্রশ্ন শুনে স্বভাবচিত হাসি শোনা গেল অভিনেতা পরিচালকের কন্ঠে। বললেন, 'আমার নতুন ওয়েব সিরিজের নামটা খুব স্পষ্টভাবে তুলে ধরছে বিষয়বস্তুকে। তবে কোনও দলীয় ভাবধারার আদলে এই ওয়েব সিরিজ তৈরি নয়, একেবারে স্বতন্ত্র্য একটি গল্প। আমি কোনও একটি বিশেষ দলীয় ভাবধারা নিয়ে না চললেও নিজের রাজনৈতিক চেতনা রয়েছে বলেই বিশ্বাস করি। আমরা কেউ রাজনীতির বাইরে নই। সেই চেতনায় ভর করেই এই 'রাজনীতি'-র জন্ম। এই গল্প একটা পরিবারের। গৃহকর্তা একজন সাংসদ, পরিবারের বাকি চরিত্রদের সঙ্গেও অদ্ভুত যোগ রয়েছে রাজনীতির। তবে কোনও দলীয় ভাবাবেগে আঘাত করবে না এই সিরিজ। দলের উর্ধ্বে আমাদের রোজকার জীবনে, অফিসে, পরিবারে... সব জায়গাতেই তো রাজনীতি লুকিয়ে থাকে। এই 'রাজনীতি'-ও তেমনই।'
সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী। দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
সিরিজে একগুচ্ছ দুঁদে অভিনেতা। পরিচালক সৌরভের কাছে কাকে পরিচালনা করা সবচেয়ে কঠিন ছিল? পরিচালক বলছেন, 'এতজন কাস্টকে নিয়ে কাজ করা এমনিই বেশ কঠিন। কিন্তু বিশেষ করে বলব, কৌশিক গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটু টেনশন কাজ করছিল। তবে চিত্রনাট্য শুনেই ওঁর বেশ পছন্দ হয়েছিল। তারপরে শ্যুটিংয়ের সময় উনি এত সুন্দর আমাদের সঙ্গে মিশে গেলেন... চাপ দূরের কথা, সবসময় পাশে দাঁড়াতেন, সাহায্য করতেন আমাদের। ওঁর সান্নিধ্যই একটা বড় শেখার বিষয়। শ্যুটিং শেষ হওয়ার পরে মনে হয়েছিল, কৌশিকদা ছাড়া এই চরিত্রটা আর কেউ এত ভাল করে করতেই পারতেন না। শুধু কৌশিকদাই বা কেন... নিজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে দিতিপ্রিয়া। বয়স অনুয়াযী ও কাজ নিয়ে ভীষণ মনোযোগী, বাধ্যও। অর্জুন, কনীনিকা.. প্রত্যেকেই অনবদ্য। আশা করি দর্শককে একটা অন্য স্বাদের গল্প উপহার দিতে পারব।'
'রাজনীতি'-র গল্প কী একটা সিজনেরই শেষ? সৌরভ বললেন, 'নাহ.. একটা বড় প্রশ্ন তুলে দিয়ে শেষ হবে সিজন ১। এরপরে সিজন ২-এরও পরিকল্পনা রয়েছে। বর্তমানে ওটিটি গল্প বলার অনেকটা স্বাধীনতা দিয়েছে। তবে বড়পর্দায় 'রাজনীতি'-তে তুলে ধরতে গেলে হয়তো অন্যভাবে ভাবতে হত।'