Kali Puja 2023: বাংলার বিভিন্ন কালীমন্দিরের কাহিনি নিয়ে 'সকালের সুরে' অনুষ্ঠানের বিশেষ পর্ব, সঞ্চালনায় অদিতি মুন্সি
Aditi Munshi: বাংলায় কবে শুরু হয়েছে কালীমূর্তি স্থাপন করে কালী পুজো? কালীমূর্তি, সাধকদের কালী সাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনি নিয়ে আসছেন অদিতি মুন্সি।
কলকাতা: গোটা দেশ সেজে উঠছে আলোয়। কোথাও দীপাবলির উদযাপন (Diwali Celebration) তো কোথাও কালীপুজো (Kali Puja 2023)। আগামীকাল, ১২ নভেম্বর, বাংলায় কালীপুজো। আর এই পুজোর বিভিন্ন ইতিহাস সম্পর্কে বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে জি বাংলা সিনেমা (Zee Bangla Cinema)। কাহিনি শোনাবেন প্রখ্যাত গায়িকা অদিতি মুন্সি (Aditi Munshi)।
কালীপুজো উপলক্ষে বিশেষ পর্ব 'সকালের সুরে' অনুষ্ঠানে
বাংলায় কবে শুরু হয়েছে কালীমূর্তি স্থাপন করে কালী পুজো? কালীমূর্তি, সাধকদের কালী সাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনি নিয়ে আসছেন অদিতি মুন্সি, শুধুমাত্র জি বাংলা সিনেমায়। কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন? কোথায়ই বা দেবীকে ক্ষ্যাপাকালী বলা হয়? এসব কাহিনিই শোনাবেন অদিতি মুন্সি, এই আলোর উৎসবের মরশুমে। জি বাংলা সিনেমার পর্দায় কালী পুজো উপলক্ষে 'সকালের সুরে' অনুষ্ঠানের বিশেষ পর্ব চলবে ১১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত, ঠিক সকাল ৮টা থেকে।
ইতিমধ্যেই জি বাংলা সিনেমার সকালের শো, 'সকালের সুরে', গল্পের জাদুতে আর গানের সুরে সুরে জিতে নিয়েছে বহু মানুষের মন। সাড়া ফেলেছে শহরের গলি থেকে গ্রামের আলপথে। পুরাণের বহু জানা ও অজানা কাহিনি, রামায়ণ মহাভারতের কাহিনি, ও বিভিন্ন আধ্যাত্মিক গল্পের সঙ্গে বাঙালির চিরন্তন প্রিয় গান দিয়ে সাজানো এই অন্যরকম অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকেন সকলের অতি প্রিয় শিল্পী অদিতি মুন্সি। কয়েকদিন আগেই ১০০তম পর্বের মাইলফলক পার করেছে এই অনুষ্ঠানটি। আগামী দিনে আরও বহু মানুষের মন ছুঁয়ে যাওয়ার পথে প্রতিজ্ঞাবদ্ধ জি বাংলা সিনেমার জনপ্রিয় অনুষ্ঠানটি।
View this post on Instagram
আরও পড়ুন: Sushant Singh Rajput Case: জামিন পেলেন সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার ৩৬ জনের শেষ ব্যক্তি
তাই এবার কালীপুজোর উদযাপনে বিশেষ ভাবনা তাদের। সাধক কমলাকান্তের কালী থেকে কলকাতার ঐতিহ্যবাহী মন্দির, বাঁকুড়া, বীরভূম থেকে আসানসোলের নানা মন্দিরের অলৌকিক মহিমার কথা তুলে ধরবেন অদিতি তাঁর অনবদ্য উপস্থাপনার মাধ্যমে। কালী পুজো উপলক্ষে ৬টি বিশেষ পর্ব দেখা যাবে ১১ থেকে ১৬ নভেম্বর, ঠিক সকাল ৮টা থেকে, শুধু মাত্র জি বাংলা সিনেমার পর্দায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial