তোমার মধ্যে পথপ্রদর্শক ও বন্ধুকে পেয়েছি, শিক্ষক দিবসে কাঞ্চনকে লিখলেন শ্রীময়ী
বিতর্কের পর থেকেই তাঁরা একসঙ্গে প্রকাশ্যে আসা বন্ধ করেছেন। তবে শিক্ষক দিবসে কাঞ্চন মল্লিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন শ্রীময়ী চট্টরাজ।
![তোমার মধ্যে পথপ্রদর্শক ও বন্ধুকে পেয়েছি, শিক্ষক দিবসে কাঞ্চনকে লিখলেন শ্রীময়ী Sreemoyee Chattoraj posted a New picture with Kanchan Mallick On teacher's day তোমার মধ্যে পথপ্রদর্শক ও বন্ধুকে পেয়েছি, শিক্ষক দিবসে কাঞ্চনকে লিখলেন শ্রীময়ী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/06/b20007cedbf93a52dca7c76dfc6d1c66_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিতর্কের পর থেকেই তাঁরা একসঙ্গে প্রকাশ্যে আসা বন্ধ করেছেন। রথের অনুষ্ঠানে এক জায়গায় গেলেও সংবাদমাধ্যমের ক্যামেরায় একসঙ্গে ধরা দেননি তাঁরা। তবে শিক্ষক দিবসে কাঞ্চন মল্লিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন শ্রীময়ী চট্টরাজ।
সদ্য কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চনও। এই বিষয়ে সরব হয়েছিলেন অভিনেত্রীও। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। নির্বাচনী প্রচারের সময় একাধিকবার কাঞ্চনের পাশেই দেখা গিয়েছিল শ্রীময়ীকে। কিন্তু এই ঘটনার পর একসঙ্গে আর দেখা যায়নি দুই অভিনেতাকে।
সম্প্রতি রথযাত্রার অনুষ্ঠানেও মাহেশে একসঙ্গেই এসেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু এক ফ্রেমে ধরা দেননি তাঁরা। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় শ্রীময়য়ী জানিয়েছেন, তিনি কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়ের মত মানুষদের থেকে কাজ শিখেছেন তিনি। তাঁদের সঙ্গে শিক্ষক ও একজন ছাত্রীর মতই সম্পর্ক তাঁর। একই কথা বলেছেন কাঞ্চনও। আর আজ শিক্ষক দিবসে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন শ্রীময়ী।
ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের কথা তুলে ধরেন শ্রীময়ী। ছবিতে দেখা গিয়েছে তাঁর বাবা-মা থেকে শুরু করে সহ অভিনেতা অভিনেত্রীদেরও। পোস্টটি শেয়ার করে শ্রীময়ী লিখছেন, 'আমি আমার জীবনে এমন কিছু মানুষদের সাহচর্য্য পেয়েছি, তাঁরা শুধু আমার শিক্ষক নন, আমায় জীবনের অন্যান্য দিকেও এগিয়ে যেতে সাহায্য করেছেন। তাঁরা আমায় শিখিয়েছেন কীভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আমায় আমায় লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আমি একজন মানুষের মধ্যেই পথপ্রদর্শক, বন্ধুত্ব, ভালোবাসা, ভরসা সবকিছু খুঁজে পেয়েছি আর সেই মানুষটা তুমি। শুভ শিক্ষক দিবস।'
কাঞ্চনের সঙ্গে খরাজের সঙ্গেও ছবি পোস্ট করলেন অভিনেত্রী। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কাঞ্চনও। তবে শ্রীময়ীর পোস্টে কাঞ্চনকে শিক্ষকের আসনেই বসালেন অভিনেত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)