Sreemoyee Chottoraj: নিজের দ্বিগুণের চেয়েও বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে নারাজ, ধারাবাহিক ছাড়লেন শ্রীময়ী!
Sreemoyee Chottoraj News: সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী জানিয়েছেন, তিনি যে ধারাবাহিকের অভিনয় করতেন, সেটি ছাড়তে চলেছেন। ধারাবাহিক 'বুলেট সরোজিনী' -তে দেখা যাচ্ছিল শ্রীময়ীকে

কলকাতা: মা হওয়ার পরে অভিনয়ে ফিরেছিলেন তিনি, শুরু করেছিলেন নতুন ধারাবাহিক। বেশ খুশিই ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নিতেন শ্যুটিংয়ের ছবি। তিনি বলেছিলেন, অভিনয়ই তাঁর পরিচিতি। তাই সংসার জীবন পেরিয়েও, অভিনয়ে ফেরাটা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফিরেছিলেন তিনি। তবে মাস ২ কাটতে না কাটতেই ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)।
সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী জানিয়েছেন, তিনি যে ধারাবাহিকের অভিনয় করতেন, সেটি ছাড়তে চলেছেন। ধারাবাহিক 'বুলেট সরোজিনী' -তে দেখা যাচ্ছিল শ্রীময়ীকে। রাগিনী চট্টোপাধ্যায় (Ragini Chatterjee)-র চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে তিনি সেই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। কারণ হিসেবে শ্রীময়ী জানিয়েছেন, তাঁর বয়স মাত্র ২৭ বছর। কিন্তু তাঁকে ধারাবাহিকে বয়সের থেকে অনেক বড় চরিত্র দেওয়া হচ্ছে। ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, তাঁর ৪টে বড় বড় ছেলে মেয়ে। এত বড় বয়সী ছেলে মেয়ে দেখানোর বয়স তাঁর হয়নি। সেই কারণেই এই ধারাবাহিক ছাড়ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী লিখেছেন, 'আমি বুলেট সরোজিনী তে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম। আজকে আমি চ্যানেল এবং হাউজের সাথে কথা বলে NOC দিলাম। এখানে কোন ব্যক্তিগত কারণ নেই। শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়। আমার মনে হয় আমার যা বয়স, তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো ক্ষমতা আমার নেই। স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সমর্থন করেছে। ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব। স্টার জলসার গোটা টিমকে অনেক ধন্যবাদ। রূপাদি-কেও অনেক ধন্যবাদ। 'বুলেট সরোজিনী'-র পুরো টিমকে অনেক শুভেচ্ছা।'
শ্রীময়ীর দাবি, তিনি তাঁর সমবয়সী মায়েদের চরিত্রে অভিনয় করতে পারবেন না। বর্তমানের ধারা অনুযায়ী নায়িকার চরিত্রে সুযোগ পাচ্ছেন ১৫-১৬ বছরের মেয়েরা। ৩০ ছুঁইছুঁই হলেই মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন বেশিরভাগই। শ্রীময়ী টাইপকাস্ট হয়ে যেতে চান না বলেই এই সিদ্ধান্ত। তবে ধারাবাহিকের মধ্যে চরিত্র ছাড়ার কারণে তাঁর কেরিয়ারে যে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না সেই বিষয়ে নিশ্চিত নন শ্রীময়ী। তবে তিনি আপাতত ধারাবাহিকে অভিনয় করছেন না। আপাতত তিনি মেয়ে কৃষভির সঙ্গেই সময় কাটাবেন। বাড়িতে থেকে কৃষভিকে বড় করে তুলবেন মনের মতো করেই। তবে তিনি যে কাজ করতে চান না এমনটা একেবারেই নয়। তিনি মনের মতো চরিত্র পেলেই আবার কাজে ফিরবেন।






















