এক্সপ্লোর
Advertisement
রানা দাগ্গুবাতির ভাই অভিরাম তাঁকে যৌন হেনস্থা করেছেন, অভিযোগ করলেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি
হায়দরাবাদ: কাস্টিং কাউচের বিরুদ্ধে ঊর্ধ্বাঙ্গ নগ্ন করে প্রতিবাদ করেছিলেন তিনি। তাই তাঁকে ব্ল্যাকলিস্টেড করেছে তামিল ফিল্মি দুনিয়া, কোনও কলাকুশলীকে তাঁর সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে। সেই অভিনেত্রী শ্রী রেড্ডি এবার নয়া অভিযোগ আনলেন। বললেন, ছবি দেওয়ার নাম করে বহু ক্ষমতাশালী যৌন হেনস্থা করেছেন তাঁকে, রয়েছেন রানা দাগ্গুবাতির ভাই অভিরামও।
শুধু বাহুবলীর বল্লালদেব রানার ভাই নন অভিরাম, তিনি বিখ্যাত দক্ষিণী অভিনেতা সুরেশ বাবুর ছেলে। শ্রীর অভিযোগ, একটি সরকারি স্টুডিওয় নিয়ে গিয়ে অভিরাম যৌন হেনস্থা করেন তাঁকে। অভিরামের সঙ্গে ঘনিষ্ঠ ছবিও ফাঁস করে দিয়েছেন তিনি।
[embed]https://twitter.com/srireddyleaks/status/983927302475034624?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fentertainment%2Fregional-cinema-sri-reddy-accuses-rana-daggubati-s-brother-abhiram-of-sexually-exploiting-her-leaks-intimate-pictures-437004&tfw_site=indiatvnews[/embed]
হোয়াটসঅ্যাপে তাঁদের মধ্যে কথাবার্তার স্ক্রিনশটও প্রকাশ করেছেন। অভিযোগ, ওই কথোপকথনে অভিরাম তাঁকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন।
পাশাপাশি গায়ক শ্রীরাম চন্দ্রর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।
[embed]https://twitter.com/MsSriReddy/status/981759442667499520?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fentertainment%2Fregional-cinema-sri-reddy-accuses-rana-daggubati-s-brother-abhiram-of-sexually-exploiting-her-leaks-intimate-pictures-437004&tfw_site=indiatvnews[/embed]
শনিবার ঊর্ধাঙ্গ উন্মোচিত করে প্রতিবাদের পর মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন শ্রী রেড্ডিকে ব্যান করেছে, তাঁকে সংগঠনের সদস্যপদও দেয়নি তারা। তাদের দাবি, শ্রী ফর্ম ঠিকমত ভর্তি করেননি। তবে শ্রীর অভিযোগ, কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খোলার জন্যই হেনস্থা করা হচ্ছে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement