Srijit Mukherji: 'চলে গেলেন সৃজিত', পোস্ট শেয়ার করে রসিকতা স্বয়ং পরিচালকের
Srijit Mukherji: সৃজিত মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন সেই খবর শোনার পর এমনিতেই আতঙ্কিত অনুরাগীরা। তারই মধ্যে রবিবারের সকালে সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ে পরিচালককে নিয়ে তৈরি এই মিম।
কলকাতা: ২০২২ শুরুর দিনই চিন্তার খবর মেলে। করোনা আক্রান্ত টলিউডের তারকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। দেশে যখন ধীরে ধীকে বৃদ্ধি পাচ্ছে ওমিক্রন আতঙ্ক, তখনই টলিউডে একের পর এক 'পজিটিভ' খবর। তারপর দিনই সাত সকালে আরও এক সাংঘাতিক পোস্ট। পরিচালকের ছবি দিয়ে বড় বড় করে লেখা 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়'। আচমকা এই পোস্টে চমকে যাওয়াটাই স্বাভাবিক। যে মানুষটা আগেরদিন নিজেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে অসুস্থতার কথা জানালেন, একদিনের মধ্যে তাঁর স্বাস্থ্যের এত অবনতি? কিন্তু সেখানেই ট্যুইস্ট।
এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা সৃজিতের এই ছবিটি ভাল করে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, নীচে ছোট অক্ষরে লেখা 'আইসোলেশনে'। অর্থাৎ পুরোটা একসঙ্গে পড়লে দাঁড়ায়, 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায় আইসোলেশনে'।
আরও পড়ুন: Srijit Mukherji tested corona positive: ফের টলিউডে করোনার হানা, জিতের পর সংক্রমিত সৃজিত
সৃজিত মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন সেই খবর শোনার পর এমনিতেই আতঙ্কিত অনুরাগীরা। তারই মধ্যে রবিবারের সকালে সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ে পরিচালককে নিয়ে তৈরি এই মিম। তবে সৃজিতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম এই প্রথম নয়। এর আগেও একাধিক বিষয়ে তাঁকে নিয়ে মজা করা হয়েছে। তবে প্রত্যেকবারই তিনি সবকিছু খুব 'স্পোর্টিংলি' হ্যান্ডল করেন। অসুস্থ হলেও এইবারেও তার অন্যথা হয়নি।
View this post on Instagram
নিজেকে নিয়ে মিম, নিজেই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন সৃজিত। ক্যাপশনে লেখেন, 'ট্যুইটারে পেলাম'।
করোনা আক্রান্ত হয়ে আপাতত আইসোলেশনেই রয়েছেন পরিচালক। তাঁর করা পোস্টে একাধিক তারকা মজা করেও কমেন্ট করেছেন। রসিকতায় যোগ দিয়েছেন পরিচালকও।