এক্সপ্লোর
শাহরুখরে সঙ্গে আরিয়ান-সারার এই ছবি এখন ভাইরাল, হয়তো কর্ণ পেয়ে গেলেন তাঁর পরবর্তী ছবির হিট জুটিকে

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
মু্ম্বই: বৃহ্স্পতিবার ছিল পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের ৪৫ তম জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন প্রায় গোটা বলিউড। কিন্তু পার্টিতে সকলের নজর ছিল শুধু দুজনের দিক। এক শ্রীদেবী কন্যা জাহ্নবী এবং অপরজন হলেন সেফ আলি খানের কন্যা সারা। তবে সমস্ত ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ছবিটি।
শাহরুখ খানের সঙ্গে তাঁর পুত্র আরিয়ান এবং সারা। ছবি থেকে যদি বাদশাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে বলিউডের পরবর্তী হিট জুটিকে দেখতে পাচ্ছেন সকলে। প্রসঙ্গত, বলিউডের অনেক দিনের স্বপ্ন ছিল তিন খান, অর্থাত্ আমির-শাহরুখ এবং সলমনকে একসঙ্গে নিয়ে একটি ছবি করার। তবে এবার বোধহয় একটু অন্যভাবে ভাবার সময় এসেছে। বাদশা-আরিয়ান-সারার এই ফ্রেমটিও অসাধারণ। তবে এই পার্টিতে খুব অদ্ভূতভাবে দেখা গেল না সেফ বেগম করিনা কপূর খানকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















