RRR Movie Release Date: পিছিয়ে গেল 'আরআরআর' ছবির মুক্তি, শীঘ্রই ঘোষণা হবে নতুন তারিখ
RRR Movie Release Date: করোনার কারণে এখনও বন্ধ সিনেমা হল, থিয়েটার। তাই পিছিয়ে গেল 'আরআরআর' ছবির মুক্তি। পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তির দিন ঘোষণা করা হবে বলে বক্তব্য ছবি নির্মাতাদের।
নয়াদিল্লি: ১৩ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এসএস রাজামৌলির ছবি 'আরআরআর' (RRR)। সম্প্রতি কিন্তু 'আরআরআর'-এর টিম একটি পোস্ট শেয়ার করেন, যাতে লেখা ছবিমুক্তি পিছিয়ে গেছে। নতু তারিখ এখনও জানানো হয়নি।
'আরআরআর' ছবির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে থেকে পোস্ট করা হয়েছে, 'অক্টোবর ২০২১-এর মধ্যে ছবিটি তৈরি করতে পোস্ট প্রোডাকশন প্রায় শেষের পথে। তবে অনেকেই যেমনটা জানেন, আমরা আমাদের মুক্তির তারিখ পিছোচ্ছি, এবং এখনই কোনও নিশ্চিত তারিখ বলতে পারছি না কারণ সিনেমা হলগুলিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গোচা বিশ্বে সিনেমা হল খুলে যাবে যখন তখনই আমরা ছবিটি রিলিজ করাবো।'
Post production nearly done to have #RRRMovie ready by October’21.
— RRR Movie (@RRRMovie) September 11, 2021
But as known to many, we are postponing the release but cannot announce a new date with theatres indefinitely closed.
We will release at the earliest possible date when the world cinema markets are up and running.
গত মাসে, 'আরআরআর' ছবির শ্যুটিং শেষ করে তারা ট্যুইট করে, 'এবং এই হল র্যাপ! দু-একটা পিকআপ শট ছাড়া গোটা 'আরআরআর' সিনেমার শ্যুটিং শেষ করে ফেলেছি আমরা।'
View this post on Instagram
উল্লেখ্য, ২০২১ সালের ফ্রেন্ডশিপ ডে-তে এই ছবির প্রথম গান 'দোস্তি' মুক্তি পায় পাঁচটি ভাষায়, হিন্দি, তেলেগু, কন্নড়, তামিল ও মালয়লম।