Anirban Bhattacharya: একদিকে শুভশ্রী, অন্যদিকে দেব... এসভিএফের জোড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অনির্বাণ
Subhasree-Dev: দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'।

কলকাতা: একগুচ্ছ নতুন সিনেমার ঘোষণা করেছে এসভিএফ (SVF)। আর সেখানেই রয়েছে একগুচ্ছ চমক। 'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে ঘোষণা করে হয়েছে SVF প্রযোজনা সংস্থার একগুচ্ছ নতুন কাজের। এর মধ্যে কিছুর কথা ইতিমধ্যেই মানুষ জানেন। কিন্তু কিছু ছবি এক্কেবারে চমক। আর সেই চমকের মধ্যে অন্যতম হল, 'চোর পুলিশ ডাকাত বাবু'। নতুন এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এছাড়াও এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattcharyya)। আবিরের সঙ্গে শুভশ্রী আগেও জুটি বেঁধে কাজ করেছেন। তবে অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ করবেন শুভশ্রী। ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবি মজার মোড়কে নতুন একটা গল্প বলবে।
অন্যদিকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন। অনেকদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল এই ছবির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির। আর আজ হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই হাজির থাকলেন ছবির প্রায় সব কাস্টিং। দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার। পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই। এই ছবিরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) ও রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)।
এছাড়াও রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র পরিচালিত 'কিলবিল সোস্যাইটি'। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্য়ায় (Kaushani Mukherjee) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এছাড়াও মুক্তি পাচ্ছে কাকাবাবুর নতুন গল্প 'বিজয়নগরের হীরে'। এই ছবির হাত ধরেই ৩ বছর পরে ফিরছে কাকাবাবু। তবে এবার সৃজিত মুখোপাধ্যায় আর এই ছবির পরিচালনা করছেন না। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ।
এছাড়াও আসছে সাধক বামাক্ষ্যাপা। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবির মুখ্য়ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। এই প্রথম বড়পর্দায় কাজ করবেন সব্যসাচী। তিনি এই ছবির চিত্রনাট্যও লিখেছেন।
View this post on Instagram























