New Web Series: এবার সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী, সোহিনী সমাধান করবে নাগমণি রহস্যের
Subhasree Ganguly and Sohini Sarkar: 'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে সদ্য ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের। তার মধ্যে একটি হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের 'অনুসন্ধান'।

কলকাতা: এবার একজন সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর হাত ধরে ওয়েব সিরিজে পা রেখেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সিরিজে অভিনয় করেই তিনি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। একজন বৃদ্ধার চরিত্রে পাকা অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন শুভশ্রী। আর এবার পালা নতুন ওয়েব সিরিজের। অদিতি রায়ের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন শুভশ্রী। সিরিজের নাম, অনুসন্ধান। এই সিরিজে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে সদ্য ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের। তার মধ্যে একটি হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের 'অনুসন্ধান'। এই সিরিজে এখনও প্রকাশ্যে আসেনি নায়িকার লুক। কেবল দেখা যাচ্ছে, একটি নিউজপেপার ও একটি বুমের ছবি। 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ অভিনয় করে শুভশ্রী ইতিমধ্যেই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন অনুরাগীদের। সদ্য এই এসভিএফ-এর ব্যানারেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সন্তান'। এই ছবির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এই ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
এছাড়াও সায়ন্তন ঘোষালের পরিচালনায় সোহিনী সরকার নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ নাগমণির রহস্য। এই সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন সোহিনী সরকার। পোস্টার থেকেই আন্দাজ করা যাচ্ছে, এই ছবির রহস্য গল্প নিয়ে তৈরি হয়েছে। তবে এই সিরিজে আর কে কে রয়েছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, সৃজলা গুহ, সুহোত্র মুখোপাধ্যায় ও মানালি দে নিয়ে আসছে একটি ত্রিকোণ প্রেমের গল্প, 'তোমাকেই চাই'।
একগুচ্ছ নতুন সিনেমার ঘোষণা করেছে এসভিএফ (SVF)। আর সেখানেই রয়েছে একগুচ্ছ চমক। 'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে ঘোষণা করে হয়েছে SVF প্রযোজনা সংস্থার একগুচ্ছ নতুন কাজের। এর মধ্যে কিছুর কথা ইতিমধ্যেই মানুষ জানেন। কিন্তু কিছু ছবি এক্কেবারে চমক। আর সেই চমকের মধ্যে অন্যতম হল, 'চোর পুলিশ ডাকাত বাবু'। নতুন এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এছাড়াও এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattcharyya)। আবিরের সঙ্গে শুভশ্রী আগেও জুটি বেঁধে কাজ করেছেন। তবে অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ করবেন শুভশ্রী। ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবি মজার মোড়কে নতুন একটা গল্প বলবে।
View this post on Instagram
আরও পড়ুন: Jiit Chakraborty: ছবির প্রচারে গিয়ে প্রথম দেখা, ফেসবুকে প্রেম... জিৎ আর শানুর বিয়ের অজানা গল্প






















