Suhana at KBC: শাহরুখকে নিয়ে সহজ প্রশ্নের ভুল উত্তর! সুহানার কাজে অবাক অমিতাভও
Suhana khan with AMitabh Bacchan: 'কোন বনেগা ক্রোড়পতি'-তে অমিতাভ সুহানার সামনে প্রশ্ন রেখেছিলেন, এই সম্মানগুলির মধ্যে কোনটি এখনও শাহরুখ পাননি? অপশনে ছিল...
কলকাতা: সদ্য অভিনয় দুনিয়ায় পা রেখেছেন তিনি। 'দ্য আর্চিস' (The Archies) ছবির হাত ধরে দর্শকদের সামনে অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। আর এই ছবির প্রচারেই অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) বিখ্যাত গেম শো 'কোন বনেগা ক্রোড়পতি'-তে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সুহানা। তবে সেখানে তারকাসন্তান হয়ে এসে এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লেন তিনি। কী সেটি?
'কোন বনেগা ক্রোড়পতি'-র খেলার ধরন অনেকেরই জানা। প্রশ্নের উত্তর দিয়ে এই শো-তে জিতে নিতে হয় টাকা। এদিনকার শো-এ সুহানার সঙ্গে এসেছিলেন 'দ্য আর্চিস'-এর পরিচালকও। যেহেতু তারকাসন্তান.. তাই সুহানার জন্য প্রশ্নও সাজানো হয়েছিল বিশেষ ভাবেই। একটি রাউন্ডে তাঁকে তো প্রশ্ন করা হয় খোদ শাহরুখকে নিয়েই। তবে বাবাকে নিয়ে সেই প্রশ্নের উত্তর ভুল দিয়ে ফেললেন তিনি!
'কোন বনেগা ক্রোড়পতি'-তে অমিতাভ সুহানার সামনে প্রশ্ন রেখেছিলেন, এই সম্মানগুলির মধ্যে কোনটি এখনও শাহরুখ পাননি? অপশনে ছিল, (a) Padma Shri, (b) Legion of Honour, (c) L’Etoile d’Or, and (d) Volpi Cup। সুহানার ডিসপ্লেতে এই প্রশ্ন ফুটে উঠতেই একটু বিভ্রান্ত হন তিনি। অবশেষে উত্তর দিয়ে বসেন, 'পদ্মশ্রী'। বাবাকে নিয়ে এই ভুল উত্তর শুনে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান অমিতাভ। শেষে খুনসুটি আর মজা করে সামলে দেন পরিস্থিতি। সুহানাও অবশ্য ক্ষমা চেয়ে নেন বাবাকে নিয়ে ভুল উত্তর দেওয়ার জন্য। সঠিক উত্তরটি ছিল, Volpi Cup। ২০০৫ সালেই 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সুহানার এই ভাইরাল ক্লিপিংস। তারকা-কন্যার কপালে জুটেছে কটাক্ষও।
কেবল সুহানা নয়, এই মিউজি়ক্যাল ফিল্মের হাত ধরে অভিনয় জগতে অভিষেক হয়েছে আরও দুই তারকা সন্তানের (Star Kid)। একজন শ্রীদেবী (Sridevi) ও বনি কপূরের (Bonny Kapoor)-এর কন্যা খুশি কপূর (Khushi Kapoor) অপরজন, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda)। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে এই ছবি।
আরও পড়ুন: Serial Update: আবির-টুম্পার বিয়ের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু চারুশীলার! তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।