SRK and Suhana: কিং খানের 'প্রিয় স্থান'-এ স্বচ্ছন্দে সুহানা, মেয়ের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
Shah Rukh Khan: বাবা ব্যস্ত তাঁর আগামী ছবি 'জওয়ান'-এর প্রচারে। মাত্র এক সপ্তাহের মাথায় ছবি চলে আসবে প্রেক্ষাগৃহে। অন্যদিকে মেয়ের প্রথম কাজ 'দ্য আর্চিস'-এরমুক্তির তারিখ ঘোষণা হয়েছে দিন দুই আছে।
নয়াদিল্লি: যে দুনিয়ার বাদশাহ (Badshah) বাবা, সেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন মেয়ে। ফলে আনন্দে আত্মহারা কিং খান (King Khan)। আর তারই প্রকাশ ঘটল সুহানা খানের (Suhana Khan) সাম্প্রতিক ফটোশ্যুটের ছবিতে। বুধবার সুহানার একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করে মিষ্টি প্রশংসায় ভরালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। দু'জনেই তাঁদের নিজস্ব কাজের প্রচারে ব্যস্ত, তার মাঝেও সময় বের করে মেয়ের 'পিঠ চাপড়ে' দিলেন কিং খান।
মেয়ের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
বাবা ব্যস্ত তাঁর শীঘ্রই মুক্তি পেতে চলা ছবি 'জওয়ান'-এর (Jawan) প্রচারে। মাত্র এক সপ্তাহের মাথায় ছবি চলে আসবে প্রেক্ষাগৃহে। সকলেই উত্তেজিত 'জওয়ান' শাহরুখের জন্য। অন্যদিকে মেয়ের প্রথম কাজ 'দ্য আর্চিস'-এর (The Archies) মুক্তির তারিখ ঘোষণা হয়েছে দিন দুই আছে। ডিসেম্বরের ৭ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে 'দ্য আর্চিস'। আর অভিনয় জগতে মেয়ের পদার্পণ নিয়ে যে বাবা বেশ উত্তেজিত তা স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়া স্টোরি দেখে।
শাহরুখ খানের 'প্রিয় স্থান'-এ এখন মেয়ে সুহানা খান। সেই অভিব্যক্তি জানিয়ে বুধবার একটি ইনস্টাগ্রাম স্টোরি দেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে একটি বিড়ালকে সঙ্গে নিয়ে ফটোশ্যুটের পোজ দিয়েছেন সুহানা। চারপেয়ের মুখটা অবশ্য খানিক রাগী রাগী। সেই নিয়ে স্বভাবোচিত ঢঙে খানিক মজাও করেন কিং খান।
মেয়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমার প্রিয় জায়গায় তোমাকে দেখে ভীষণ আনন্দ হচ্ছে সুহানা... ক্যামেরার সামনে। কমফোর্টেবল আর সুন্দর দেখাচ্ছে। আক্ষরিক অর্থেই গ্লো করছ!!! তোমার জন্য গর্বিত! উফ, কিন্তু তোমার সহ-অভিনেতা, বিড়ালটির বোধ হয় আরও কোচিং প্রয়োজন ক্যামেরার সামনে আসার জন্য। হা হা!'
এই পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করে উত্তরও দিয়েছেন মেয়ে। সুহানা লেখেন, 'আই লভ ইউ শাহরুখ খান এবং আগামীতে যা আসছে তার জন্য আমি ভীষণ উত্তেজিত কিন্তু আমার মনে হয় বিড়ালটি একেবারে 'পার-ফেক্ট'।'
সেপ্টেম্বরের ৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত বহু প্রতীক্ষিত 'জওয়ান'। তার ঠিক তিন মাস পর ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সুহানা খানের প্রথম কাজ 'দ্য আর্চিস'। এই ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন শ্রীদেবী কন্যা ও জাহ্নবী কপূরের বোন খুশি কপূর, শ্বেতা বচ্চনের ছেলে ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। অভিনয়ে রয়েছেন বেদাঙ্গ রায়না, মিহির আহুজা, অদিতি ডট, যুবরাজ মেন্ডাও।
আরও পড়ুন: Bollywood Raksha Bandhan: সাজগোজে সাবেকিয়ানার ছোঁয়া, পতৌদিদের রাখিতে খুদেরাই তারকা
অন্যদিকে, বুধবার চেন্নাইয়ে শাহরুখ খান তাঁর আগামী ছবি 'জওয়ান'-এর অডিও অ্যালবাম লঞ্চ করেন। অ্যাটলি পরিচালিত ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, আলিয়া কুরেশি, ঋধি ডোগরা, সুনীল গ্রোভার প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন