![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bollywood Raksha Bandhan: সাজগোজে সাবেকিয়ানার ছোঁয়া, পতৌদিদের রাখিতে খুদেরাই তারকা
Bollywood Updates: বিশেষ দিনের, বিশেষ অনুষ্ঠানের, বাছাই করা মুহূর্তগুলি সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন করিনা কপূর খান এবং সারা আলি খান।
![Bollywood Raksha Bandhan: সাজগোজে সাবেকিয়ানার ছোঁয়া, পতৌদিদের রাখিতে খুদেরাই তারকা Raksha Bandhan 2023 Sara Ali Khan celebrates with Brothers Taimur And Jeh Saif Ali Khan and Kareena Kapoor Khan Bollywood Raksha Bandhan: সাজগোজে সাবেকিয়ানার ছোঁয়া, পতৌদিদের রাখিতে খুদেরাই তারকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/31/d04fc69a0b30a26b45789ec8a6d8271a1693421138496338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বারো মাসে তেরো পার্বণ আর শুধু বাঙালির চৌকাঠে আটকে নেই। দেশের সর্বত্রই বছরভর একের পর এক উৎসব পালিত হয়। বুধবার রাখি পূর্ণিমা উপলক্ষেও একি দৃশ্য চোখে পড়ল সর্বত্র। রাজনীতির ময়দান থেকে বিনোদনের গ্যালারে, রাখিবন্ধনে মাতলেন নেতা-নেত্রী থেকে তারকারা। বলিউডের 'নবাব' সইফ আলি খানের বাড়িতেও ঘরোয়া অনুষ্ঠানে পালিত হল রাখি পূর্ণিমা। (Bollywood Raksha Bandhan)
বিশেষ দিনের, বিশেষ অনুষ্ঠানের, বাছাই করা মুহূর্তগুলি সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন করিনা কপূর খান এবং সারা আলি খান। এদিন গোটা পতৌদি পরিবারের সদস্যরা একত্রিত হয়েছিলেন রাখি উপলক্ষে। একদিকে, ভাই ইব্রাহিম আলি খান, তৈমুর এবং জাহাঙ্গিরকে রাখি পরান অভিনেত্রী সারা আলি খান। অন্য দিকে, সাবা এবং সোহা আলি খান রাখি পরান সইফকে। সোহার মেয়ে ইনায়াও রাখি পরান ইব্রাহিম, তৈমুর এবং ছোট্ট জেহ্-কে। (Bollywood Updates)
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এদিন রাখির বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন সারা। রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে কথা সারেন তিনি। রাখিবন্ধনকে 'পারিবারিক বন্ধন' বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন করিনা। তবে সংক্ষেপে কথা সারলেও, রাখির দিন পতৌদি পরিবারের উপস্থিতি ছিল জমকালো। সাবেকি পোশাকে নজর কাড়েন পরিবারের সবচেয়ে খুদে সদস্যও।
আরও পড়ুন: Neel Trina: 'ক্লথ বাই তৃনীল'-এর নতুন উদ্য়োগ, তিলোত্তমার বুকে হয়ে গেল জমজমাট ফ্যাশন শো
সপরিবারের রাখি পালন করতে বুধবার সকালেই করিনা এবং সইফের বাড়িতে পৌঁছে যান সারা। পৌঁছন ইব্রাহিম, সারা এবং সোহাও। কপালে লালচন্দনের ফোঁটা দিয়ে, হাতে রাখি পরিয়ে, আদর সহকারেই রাখি পূর্ণিমা পালন করেন সকলে মিলে। ক্যামেরার সামনেও হাসিমুখেই পোজ দেন। বিশেষ করে ছোট্ট তৈমুর এবং জেহ্-র সঙ্গে সারার রাশি-মুহূর্ত মন কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।
View this post on Instagram
তবে এবছরই নয় শুধুমাত্র, প্রতি বছরই নিয়ম করে তৈমুর এবং জেহ্কে রাখি পরান সারা। শুধু রাখিি নয়, বিশেষ দিনগুলিতে প্রায়শই একত্রে দেখা যায় পতৌদি পরিবারের সদস্যদের। দিন কয়েক আগেই, সইফের জন্মদিনে বেলুন, কেক, উপহার নিয়ে হাজির হয়েছিলেন সারা এবং ইব্রাহিম। উৎসবের এই খুশির দিনগুলি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন সারা এবং করিনা। এদিনও তার ব্যতিক্রম হল না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)