Bengali Actress: দিনে দুপুরে মুম্বইয়ের রাস্তায় হেনস্থার শিকার! বিস্ফোরক পোস্ট করেও পরে মুছে ফেললেন বাঙালি অভিনেত্রী
Sumona Chakravarti: মারাঠা কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে পড়েছিলেন তিনি। নিজেই চালাচ্ছিলেন গাড়ি, আর তখনই ভয়াবহ ঘটনা

কলকাতা: দিন দুপুরে মুম্বইয়ের রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন বাঙালি অভিনেত্রী। যদিও তিনি বেশিরভাগ কাজই করেছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। হিন্দিতে ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন সুমনা। শুধু অভিজ্ঞতাই নয়, পুলিশ তাঁকে সাহায্য় করতে এগিয়ে আসেননি বলেও অভিযোগ তোলেন তিনি। তবে দিন শেষে, হঠাৎ সেই পোস্ট মুছে ফেললেন সুমনা!
মারাঠা কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে পড়েছিলেন তিনি। নিজেই চালাচ্ছিলেন গাড়ি, আর তখনই ভয়াবহ ঘটনা। ঠিক কী হয়েছিল সুমনার সঙ্গে? অভিনেত্রী লিখছেন, ' গত ৩১ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোলাবা থেকে কেল্লা যাচ্ছিলাম আমি। হঠাৎ বিক্ষোভকারীরা আমার গাড়ি ঘিরে ধরেন। গেরুয়া রঙের জামা পরা জনৈক ব্যক্তি আমার গাড়ির বনেটে থাপ্পড় কষিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকেন। আমাকে দেখে হাসতে থাকেন। এরপরে পেট দিয়ে গাড়িটাকে তিনি ঠেলতে থাকেন। ওই ব্যক্তি এমনভাবে চিৎকার করছিলেন, যেন তিনি মানসিকভাবে অসুস্থ। ওই ব্যক্তির সঙ্গে থাকা বাকিরা আমার গাড়ির জানালায় সজোরে ধাক্কা দিয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে স্লোগান দেওয়া শুরু করে। ওরা চিৎকার করে হাসছিল। আরেকটু এগোলাম, ৫ মিনিটের ব্যবধানে ওই একই ঘটনার আবার ঘটল। পুলিশ, আইন-শৃঙ্খলা কিছুই কি নেই?'
সুমনা আরও লেখেন, 'একেবারে দিনের আলোয়, দক্ষিণ মুম্বইতে, আমি, আমার গাড়িতে বসেই নিরাপদ বোধ করছি না একটু ও। আর রাস্তাঘাটের কথা কিই বা বলব? কলার খোসা, প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা দিয়ে স্তূপ করা। ফুটপাত পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা খাচ্ছে, ঘুমোচ্ছে, স্নান করছে, রান্না করছে, প্রস্রাব করছে, মলত্যাগ করছে, ভিডিও কল করছে, রিল তৈরি করছে, প্রতিবাদের নামে মুম্বই দর্শন করছে। এটা নাগরিকত্ববোধ নিয়ে ছেলেখেলা করা ছাড়া আর কিছুই নয়।' সুমনা আরও লিখেছেন, 'সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় সেযাত্রায় নিজেকে ভাগ্যবান বলে মনে হল। আমি ভাবতে পারছি না, যদি একা থাকতাম, তাহলে কী হত? আমি একটি ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলাম। তবে পরক্ষণেই বুঝতে পারি, এটা করলে ওরা আরও ক্ষেপে উঠবে। তাই করিনি। মনে হচ্ছিল, মুহূর্তের মধ্যেই ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে।'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই পোস্ট। ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমের কাছেও। তবে দিন শেষে হঠাৎ দেখা যায়, অভিনেত্রীর ওয়াল থেকে উড়ে গিয়েছে সেই পোস্ট। কেন তিনি এই পোস্ট মুছে ফেললেন, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি অভিনেত্রী।






















