Sunita Ahuja: 'অহন পাণ্ডের জায়গায় আমার ছেলের থাকা উচিত', বিতর্কিত মন্তব্যের কী সাফাই দিলেন গোবিন্দ পত্নী সুনীতা?
Sunita Ahuja on Saiyaara: অহন পাণ্ডেকে 'বেটা' বলে সমর্থন করে সুনীতার বার্তা, তিনি নিজেও অহন পাণ্ডের অনুরাগী। যদিও তিনি এখনও সিনেমাটা দেখে উঠতে পারেননি

কলকাতা: সম্প্রতি গোবিন্দের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে শিরোনামে এসেছেন সুনীতা আহুজা (Sunita Ahuja)। সদ্য গুঞ্জন ছড়িয়েছিল যে, বিচ্ছেদ হতে চলেছে গোবিন্দ আর সুনীতার। তাঁরা নাকি দীর্ঘদিন থেকেই আর একসঙ্গে থাকছেন না। এখানেই শেষ নয়, কয়েক মাস আগেই নাকি খোদ স্ত্রী সুনীতাই গোবিন্দর নামে একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলা এখনও বিচারাধীন। ইতিমধ্যেই 'সাঁইয়ারা' (Saiyaara) খ্যাত অহন পাণ্ডে (Ahaan Panday)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছিলেন গোবিন্দ পত্নী। সদ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়েও মুখ খোলেন তিনি। কী বললেন?
সদ্য মুক্তি পেয়েছে 'সাঁইয়ারা' আর প্রথম ছবির হাত ধরেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেতা অহন পাণ্ডে। এই সিনেমা নাকি এখনও পর্যন্ত দেখেই উঠতে পারেননি সুনীতা। এখানেই শেষ নয়, তিনি দাবি করেছিলেন, অহন পাণ্ডের থেকে অনেক ভাল দেখতে তাঁর ও গোবিন্দর ছেলে যশবর্ধনকে। তাই অহন পাণ্ডে নয়, যশবর্ধনকে নিয়েই 'সাঁইয়ারা' হওয়া উচিত ছিল। এই মন্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে সুনীতা জানিয়েছিলেন, যশবর্ধন 'সাঁইয়ারা'-র থেকেও অনেক ভাল একটি সিনেমায় অভিনয় করছেন। সেটাও সদ্যই প্রকাশ্যে আসবে। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে একেবারেই উল্টো পথে হাঁটলেন সুনীতা।
অহন পাণ্ডেকে 'বেটা' বলে সমর্থন করে সুনীতার বার্তা, তিনি নিজেও অহন পাণ্ডের অনুরাগী। যদিও তিনি এখনও সিনেমাটা দেখে উঠতে পারেননি। তবে ১৪ তারিখে নেটফ্লিক্সে যখন এই সিনেমাটা আসবে, তখনই তিনি দেখবেন সিনেমাটি। এখানেই শেষ নয়, সুনীতা বলেন, তাঁর ছেলেও একটা সময়ে নায়ক হবেন। ফলে অন্য কোনও নতুন নায়ককে নিয়ে কোনও খারাপ কথা বলতেই পারেন না সুনীতা। তিনি চান, বলিউডের নতুন প্রজন্ম আরও বেশী করে কাজ করুন। এতে লাভ আখেরে বলিউডেরই।
প্রসঙ্গত, সদ্যই গণেশ চতুর্থীতে গোবিন্দের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন সুনীতা। তাঁরা একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করেছেন। আর এদিন যেন বিচ্ছেদের সমস্ত গুঞ্জনই থামিয়ে দিয়েছেন সুনীতা। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, 'আজ সবার গালে একটা চড় পড়েছে। আমায় আর গোবিন্দকে কেউ আলাদা করতে পারবেন না। তা সে ভাল হোক বা খারাপ, কারোর কোনও শক্তিই আমাদের আলাদা করতে পারবে না।'
তাহলে এখন প্রশ্ন রয়ে যাচ্ছে, গোবিন্দের বিরুদ্ধে সুনীতার ফাইল করা একগুচ্ছ কেস এখন কোন পর্যায়ে রয়েছে?






















