এক্সপ্লোর
বাবার পরিচালনাতেই বলিউডে অভিষেক ঘটছে সানি দেওল-পুত্র করণের
![বাবার পরিচালনাতেই বলিউডে অভিষেক ঘটছে সানি দেওল-পুত্র করণের Sunny Deol Clears Up Some Stuff About Son Karans Debut বাবার পরিচালনাতেই বলিউডে অভিষেক ঘটছে সানি দেওল-পুত্র করণের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/25193304/sunny1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দাদু-বাবার পথ ধরে এবার বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে তৃতীয় প্রজন্মের। ধর্মেন্দ্রর নাতি তথা সানি দেওলের পুত্র করণ খুব শীঘ্রই ‘পল পল দিল কে পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। সিনেরার পরিচালক খোদ সানি। ছেলের অভিষেক তিনি এভাবেই ঘটাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ‘ঘায়েল’-এর অভিনেতা।
সানি সাফ জানিয়েছেন, তাঁর ছেলের প্রথম ছবি নিয়ে যাবতীয় পরিকল্পনা তিনিই করেছেন। এ ব্যাপারে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস কোনওভাবেই যুক্ত ছিল না।
এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছিন, যশরাজ ফিল্মসের বাধ্যতামূলক তিনটি সিনেমার জন্য চুক্তি মানতে সানি রাজি হননি। সেই খবরের সত্যতা খারিজ করে দিলেন সানি। তিনি বলেছেন, আজকাল তো যে কোনও কেউ একটা কিছু বলে দিলেই খবর হয়ে যায়। কিন্ত এক্ষেত্রে বাস্তবটা সেটা নয়। করণকে লঞ্চ করার পরিকল্পনা আমরাই নিয়েছিলাম।
যশ রাজ ফিল্মস সম্প্রতি অনুষ্কা শর্মা, রণবীর সিংহ, অর্জুল কপূর, পরিনীতি চোপড়া-র মতো তারকাদের লঞ্চ করেছে। প্রত্যেকেই তিন সিনেমার চুক্তি মেনে নিয়েছেন। ব্যতিক্রম রণবীর। তাঁর ‘লুটেরা’ ও ‘রামলীলা’ যশরাজ ফিল্মসের তৃতীয় সিনেমার আগেই মুক্তি পেয়েছিল।
এদিকে, সানির পরবর্তী সিনেমা মরাঠি সিনেমা ‘পোস্টার বয়েজ’-এর হিন্দি রিমেক। এই রিমেক সম্পর্কে পরিচালক শ্রেয়স তালপাড়ে জানিয়েছেন, হিন্দি ভার্সনে চিত্রনাট্যে কোনও বড়সড় রদবদল হচ্ছে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)