এক্সপ্লোর
Advertisement
'সুপার থার্টি'-তে অঙ্কের শিক্ষকের চরিত্রে হৃত্বিকের ফার্স্ট লুক প্রকাশ্যে,কতটা গ্রহণযোগ্য হল বলুন!
মুম্বই: ২০১৭ সালে ‘কাবিল’ মুক্তির পর আর পর্দায় তাঁর কোনও ছবি ছিল না। তারপর থেকে নিজের ব্যক্তিগত জীবনের জন্যেই সংবাদ শিরোনামে ছিলেন হৃত্বিক রোশন। বেশিরভাগ সময়ই অভিনেতাকে দেখা গিয়েছে দুই ছেলে এবং প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে সময় কাটাতে। বহুদিন পর ফের ছবির জন্যে শিরোনামে এলেন হৃত্বিক।
প্রকাশ্যে এল হৃত্বিক অভিনীত ছবি সুপার থার্টির ফার্স্ট লুক। আজ থেকেই আনন্দ কুমারের জীবনী নিয়ে তৈরি এই বায়োপিকের শ্যুটিং শুরু হচ্ছে বারাণসীতে। ছবিতে গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে রয়েছেন অভিনেতা। পটনায় থাকতেন আনন্দ কুমার। সেখান থেকেই তিনি আইআইটি-র জন্যে পড়ুয়াদের প্রশিক্ষণ দিতেন। তবে তিনি নিজে খুব একটা বিত্তশালী পরিবার থেকে আসেননি। দারিদ্রকে খুব কাছে থেকে দেখেছিলেন আনন্দকুমার।
গালে চাপ দাড়ি এবং রুক্ষ চুলের আনন্দ কুমার রূপী হৃত্বিককে দেখে সকাল থেকেই উত্তেজিত নেটিজেনরা। হৃত্বিককে দেখে মনে হচ্ছে বিকাশ বহেল পরিচালিত এই ছবির সঙ্গে তিনি মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়েছেন। এই চরিত্রটিকে বাস্তবায়িত করার জন্যে আনন্দ কুমারের সঙ্গেও দেখা করেছেন হৃত্বিক। বোঝার চেষ্টা করেছেন তাঁর চরিত্রের গভীরত্ব। ছবির শ্যুটিংয়ের জন্যে এখন দশ দিন করে পটনা এবং বারাণসীতে থাকবেন হৃত্বিক। মূলত মুম্বইতেই তিনটি শহর সেট তৈরি করে শ্যুটিং করবেন পরিচালক। ২০১৯ সালের ২৫ জানুয়ারি পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।From the first page in Benares! @ihrithik as Anand Kumar! #Super30 @Super30Film @RelianceEnt @NGEMovies @anandteacher pic.twitter.com/ddnhDqyI5B
— Phantom Films (@FuhSePhantom) February 6, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement