পুরস্কার নিয়ে অমিতাভ বলেন, আমি এর যোগ্য কিনা, তা বলতে পারব না। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে এপর্যন্ত যা কাজ করেছি, তাতে পরিচিত মেলায় আনন্দ অনুভব করছি। সব ছবি ইনস্টগ্রাম থেকে নেওয়া।
2/8
গত শুক্রবার অমিতাভকে একটি সংস্থার হয়ে ভারতে প্রচারের জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। অবশ্য পুরস্কার, সম্মান নতুন কোনও ব্যাপার নয় তাঁর কাছে। বলিউডের বহু পুরস্কার পেয়েছেন তিনি। নিজে একটা সময় টানা কেবিসি শো করেছেন।
3/8
তিনি কী ধরনের পণ্যের বিজ্ঞাপন করেন, জানতে চাওয়া হলে বিগ বি বলেন, পণ্যটি পছন্দ হলেই বা তা ব্যবহার করলেই তার বিজ্ঞাপন করব। কিন্তু মদ, সিগারেট বা পানবাহার জাতীয় বস্তুর প্রচার করি না কেননা ওগুলি নিজেই খাই না।
4/8
একটি ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে অমিতাভ ত্বকের সুরক্ষা, বাচ্চাদের সুরক্ষা, চুলের পরিচর্যা সমেত বেশ কিছু সামগ্রীর প্রচার করেছেন।
5/8
অমিতাভের বক্তব্য, তিনি নিজে মদ্যপান বা ধূমপান সংক্রান্ত কোনও পণ্যের বিজ্ঞাপন করেন না কেননা তিনি নিজে মদ খান না, ধূমপানও করেন না।
6/8
সম্ভবত বলিউডে একমাত্র তিনিই মদ, সিগারেটের বিজ্ঞাপন করেন না।
7/8
সম্প্রতি নেশার সামগ্রী জনপ্রিয় করার প্রচারে সামিল না হওয়ার কারণ জানিয়েছেন বলিউডের চিরকালের সুপারস্টার।
8/8
কেন মদের বিজ্ঞাপন করেন না অমিতাভ বচ্চন, জানেন কী? ধুমপানের প্রচারও করেন না তিনি।