এক্সপ্লোর
কেন নেশার সামগ্রীর বিজ্ঞাপন করেন না, জানালেন অমিতাভ
1/8

পুরস্কার নিয়ে অমিতাভ বলেন, আমি এর যোগ্য কিনা, তা বলতে পারব না। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে এপর্যন্ত যা কাজ করেছি, তাতে পরিচিত মেলায় আনন্দ অনুভব করছি। সব ছবি ইনস্টগ্রাম থেকে নেওয়া।
2/8

গত শুক্রবার অমিতাভকে একটি সংস্থার হয়ে ভারতে প্রচারের জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। অবশ্য পুরস্কার, সম্মান নতুন কোনও ব্যাপার নয় তাঁর কাছে। বলিউডের বহু পুরস্কার পেয়েছেন তিনি। নিজে একটা সময় টানা কেবিসি শো করেছেন।
Published at : 04 Jun 2018 06:23 PM (IST)
View More






















