![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Surangana Exclusive: ছন্দার চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা শর্মিলা ঠাকুর, অনির্বাণের পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত সুরঙ্গনা
Actress Surangana Banerjee: অনির্বাণ ভট্টাচার্য্যের পরিচালিত প্রথম ছবিতে নায়িকার ভূমিকায় সুরঙ্গনা। বলছেন, 'বল্লভপুরের রূপকথায় ছন্দার চরিত্রে সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্নের মতো, সত্যিই যেন রূপকথা।'
![Surangana Exclusive: ছন্দার চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা শর্মিলা ঠাকুর, অনির্বাণের পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত সুরঙ্গনা Surangana Exclusive: Actress Surangana Banerjee shares her experience of working in Ballavpurer Rupkotha Surangana Exclusive: ছন্দার চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা শর্মিলা ঠাকুর, অনির্বাণের পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত সুরঙ্গনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/23/812d545bbfeab0e70e2233b30cda3e4e166652327174849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁর কাছে যখন এই চরিত্রের অফার এসেছিল, তখন ছবির বাকি চরিত্র নির্বাচন প্রায় শেষ। কিন্তু পরিচালক নাকি তখনও একগুঁয়ে। তাঁর মনে ছন্দার যে ছবি রয়েছে, তার সঙ্গে যেন কেউ মিলছে না কিছুতেই। শেষমেষ অফার এল তরুণী নায়িকার কাছে। চিত্রনাট্যও এল। সংলাপ বলে পাঠাতেই তা মনে ধরল পরিচালকের। তারপর লুক টেস্ট.. শাড়ি.. উঁচু খোঁপা.. লাইটস.. ক্যামেরা... অ্যাকশন... শুরু হল সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee) থেকে 'বল্লভপুরের রূপকথা'-র ছন্দা হয়ে ওঠার গল্প।
অনির্বাণ ভট্টাচার্য্যের পরিচালিত প্রথম ছবিতে নায়িকার ভূমিকায় সুরঙ্গনা। অভিনেত্রী বলছেন, 'বল্লভপুরের রূপকথায় ছন্দার চরিত্রে সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্নের মতো, সত্যিই যেন রূপকথা। আমি মানুষ অনির্বাণদা, অভিনেতা অনির্বাণদা, পরিচালক অনির্বাণদার ভীষণ বড় ভক্ত। ওর মত সমৃদ্ধ শিল্পীর সঙ্গে কাজ করা মানে সমৃদ্ধ হওয়া। শুনেছি, আমার আগে এই চরিত্রে অনেকেরই অডিশন নেওয়া হয়েছিল। তবে অনির্বাণদা ছন্দা চরিত্রটা নিয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলেন। যাঁরা বাদল সরকারের নাটক পড়েছেন, ছন্দা নিয়ে তাঁদের একটা প্রত্যাশা রয়েছে। মঞ্চে এর আগে একাধিকবার ছন্দাকে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন মানুষ। সেই চরিত্রের দায়িত্ব অনির্বাণদা আমায় দেওয়ায় সত্যিই ভীষণ অবাক আর খুশি হয়েছিলাম।' .
আরও পড়ুন: Bramhastra: এবার হাতের মুঠোয় 'ব্রহ্মাস্ত্র', কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি? জেনে নিন
ষাটের দশকের প্রেক্ষাপটকে ফুটিয়ে তুলবে এই গল্প। সেই সময়কে নিজের লুকে, কথায়, হাবভাবে ফুটিয়ে তুলতে নিজেকে কী ভাবে তৈরি করেছিলেন সুরঙ্গনা? অভিনেত্রী বলছেন, 'অনির্বাণদা আমায় বলেছিলেন শর্মিলা ঠাকুরের অভিনয় দেখতে। আমার নিজের ভীষণ প্রিয় 'নায়ক' ছবিতে শর্মিলার অভিনয়। আবে বেশ কিছু সিনেমার অংশ আর স্টিল ছবি দেখেছি। তবে পুরো কোনও ছবি দেখতেও ভয় করছিল। ছন্দা হুবহু কারও অনুকরণ হয়ে যাক আমি চাইনি। এছাড়া প্রথমবার যখন নাটকটা পড়েছিলাম, আমার মনে ছন্দাকে নিয়ে একটা ধারণা তৈরি হয়েছিল। অভিনয় করতে গিয়ে দেখলাম আমার সেই ভাবনা পরিচালকের সঙ্গে হুবহু মিলে গেল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)